নয়ের দশকের মাঝখান থেকে আজ পর্যন্ত ফ্যান্টাসির দুনিয়ার যে গল্প আট থেকে আশি সবাইকেই মজিয়ে রেখেছে তার নাম জিজ্ঞেস করলে আমরা এক নিঃশ্বাসেই বলে ফেলি হ্যারি পটারের কথা। জে কে রাউলিংএর এই জাদু জগতের ঘটনা-দুর্ঘটনা আজও ভীষণভাবে টেনে রাখে পাঠককে। সঙ্গে মন্ত্রমুগ্ধ করে রাখে হ্যারি পটারকে নিয়ে তৈরি হওয়া আটটা সিনেমাও।
পৃথিবীর সমস্ত দেশে, বহু বহু ভাষায় এই সিনেমা বহু বহু কোটি টাকার ব্যবসা করেছে। প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে এই সিনেমার চরিত্রেরা হয়ে উঠেছে দর্শকদের এক্কেবারে কাছের। কিন্তু জে কে রাউলিং বলে দিয়েছেন হ্যারি পটারের সিরিজ শেষ, ফলে সিনেমার গল্পও শেষ। এদিকে অভিনেতারা সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছেন নানান ভাবেই। হ্যারি পটারের সেই ছোট ছোট ছেলেমেয়েরা, জাদুকর-জাদুকরী, এঁদের আজ কেমন দেখতে হয়েছে, তা নিয়ে মানুষের কৌতূহল কিন্তু অফুরান। আজ একটু জেনে নিই এই কথাই।
হ্যারি পটার
হারমাইনি গ্রেঞ্জার
https://www.youtube.com/watch?v=FjZipJOMw98
রন উইসলি
দ্রাকো ম্যালফয়
জিনি উইসলি
হ্যারি পটার এর ক্রূর ভিলেন- লর্ড ভলডেমর্ত
নেভিল লঙবটম
বেলাট্রিক্স লিস্ত্রেঞ্জ
লুনা লাভগুড
সেডরিক দিগরি
[…] ফলে আমাদের বুঝতে অসুবিধা হবার কথা নয় যে ভারতবর্ষের শাসনব্যবস্থা নিপুণভাবে ঢেলে সাজাতে চেয়েছিলেন শের শাহ। মাত্র পাঁচ বছরেই তিনি যা করে দেখিয়েছেন, তা অনেক শাসক কয়েক দশকেও করে উঠতে পারেন না। তাঁর অবদান ও কীর্তির জন্য আমরা আজও তাঁর কাছে ঋণী!https://banglakhabor.in/2020/11/10/%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%… […]
[…] the painting planethttps://banglakhabor.in/2020/11/10/%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%… […]