বর্তমানে নিজের প্রতিভা সমাজের সামনে তুলে ধরার জন্য ইউটিউব একটি জনপ্রিয় মাধ্যম। বিভিন্ন মানুষ তাদের নিজেদের প্রতিভা তুলে ধরে হয়ে উঠেছেন জনপ্রিয় ইউটিউবার। ঠিক সে রকমই একজন জনপ্রিয় ইউটিউবার হিসাবে পরিচিতি গড়ে তুলেছেন ভুবন বাম, তার ‘বিবি কি ভাইনস’ চ্যানেলের মাধ্যমে। তিনি একাই বিভিন্ন চরিত্রে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন, সেই কারণে বর্তমানে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ১৯ মিলিয়ন। প্রথমদিকে ভুবন বাম ফেসবুকে ছোটখাটো ভিডিও বানালেও জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন ইউটিউবে আসার পরই।
ভুবন বাম অভিনীত চরিত্রগুলি সম্পর্কে আলোকপাত করা যাক:—
ভুবন বাম (স্বমহিমায়):– এই চরিত্রটি ভুবন বাম নিজের নামেই অভিনয় করেন। এখানে ভুবন বাম একজন সাধারণ ছেলে যে তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকে। তার একটি গার্লফ্রেন্ড আছে। ভুবন বাম এই চরিত্রে পড়াশোনায় ভালো নয়।
বাঞ্চোদদাস ছাত্রীওয়ালা (বাঞ্চো):– বাঞ্চোদদাস ভুবনের প্রিয় বন্ধু। তার একটি খারাপ অভ্যাস আছে প্রতিটি কথার শেষে ‘বাঞ্চো’ বলার। তার একটি কাজিন ভাই আছে সমীর ফুদ্দি।
সমীর ফুদ্দি:– ‘বাঞ্চো’ -এর কাজিন ভাই হল সমীর ফুদ্দি। এই চরিত্রটি ভুবনের বানানো চরিত্রগুলির মধ্যে অন্যতম বিখ্যাত। সমীর ফুদ্দি সামান্য তোতলা।
বাবলু জী (ভুবনের বাবা):– বাবলু জী যিনি বেশি পরিচিত পাপা জী হিসাবে, তিনি ভীষণ রকমের সরল মনের মানুষ। তিনি বর্তমান যুগ সম্পর্কে একদমই ওয়াকিবহাল নন। তিনি এতটাই সরল মনের যে তিনি ”হর্নি”, ”নটি আমেরিকা”, “পোকেমন গো” ইত্যাদি কথাগুলির সাথে একদমই পরিচিত নন।
জানকী জী (ভুবনের মা):– জানকী জী যিনি বেশি পরিচিত মম হিসাবে, তিনি ভীষণ রকমের সন্দেহবাতিক ভুবনের বাবার ব্যাপারে। তাঁর এক আজব রকমের কান্নার ধরন আছে।
টিটু মামা (ভুবনের মামা):– টিটু মামা ভুবনের পাশে থাকে সবসময় সবকাজে। তাঁকে দেখে সৎ মনে হলেও সে একজন মাফিয়া। অন্যতম বিখ্যাত একটি চরিত্র।
অ্যাঙ্গরি মাষ্টার জী:– অ্যাঙ্গরি মাষ্টার জী হল ভুবন ও বাঞ্চোর স্কুলের শিক্ষক। ইনি সবসময় ভুবন ও বাঞ্চোর নামে নালিশ করে যেহেতু তাঁরা সবসময় তাঁর পিছনে লাগে।
মি. হোলা:– ইনি হলেন ভুবনের বাবার সহকর্মী। এনার নাম হোলা কারণ তিনি জন্মেছিলেন ‘হোলির’ দিন। তাঁকে যখন ভুবনের বাড়ি প্রথম দেখা গিয়েছিল তখন তার হাতে ছিল ল্যাপটপ যেটা পর্ন -এ ভর্তি ছিল।
মিসেস ভার্মা:– ইনি হলেন ভুবনের বাবার বন্ধু মি. ভার্মার স্ত্রী। এনার ক্রাশ আছে ভুবনের বাবার ওপর। যখনই মিসেস ভার্মা বাবলু জীর সাথে কথা বলে তখনই ভুবনের মা এর সন্দেহ করছন যে তাঁদের কোনো সম্পর্ক আছে।
ড. শেহগাল:– ড. শেহগাল হল একজন জেনারেল ডাক্তার। যিনি সবসময় আজব রোগী পান।
নিউজ রিপোর্টার:– এই চরিত্রটি হল বর্তমান রিপোর্টারের হাস্যরূপ।
সেলসম্যান:– একজন সাধারণ সেলসম্যান যার একটি আজভ অভ্যাস হল প্রত্যেকটি হিন্দি কথার শেষে ইংরাজি বলা।
হ্যাপি নকার:– এ একজন চাকর যার নাম হ্যাপি হলেও সে কখনোই হ্যাপি থাকে না।
পাপা মাকিচু:– পাপা মাকিচু হল বাঞ্চোদদাস ছাত্রীওয়ালা এর বাবা। যিনি সম্প্রতি ফিরেছেন দুবাই থেকে। তাঁর দুবাইয়ে ব্যবসা আছে।
কান্তা বেন:– ভুবনের পরিবারের চাকর হল কান্তা বেন। সে তাঁর কাজ ছেড়ে দেওয়ার পর প্রচন্ড চাহিদার জন্য তাঁকে আবার ফিরিয়ে আনা হয়।
ডিটেক্টিভ মান্গলু:– ডিটেক্টিভ মান্গলু হল একজন গোয়েন্দা যে কোনো গোয়েন্দাগিরিতে সফল হয় না।
এছাড়াও আরও কয়েকটি চরিত্র ছিল যেগুলি পুরানো ভিডিওতে দেখা গেলেও ক্রমাগত আর প্রকাশ হয়নি।
তাহলে হওয়া গেল কী অনুপ্রাণিত? নিজে কিছু করার ইচ্ছা জাগল কী? তাহলে অপেক্ষা না করে করেই ফেলা যাক মনের মত কাজ।
আরোও পড়ুন…ভারতের সেরা 10 ইউটিউবার এর নাম জানা আছে কি আপনার?
[…] বিবি কি ভাইনস এর বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা 19.7 মিলিয়ন। 26 বছর বয়সী ভুবন বাম দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা প্রথম ভারতীয় ইউটিউবার। তিনিই প্রথম ইউটিউবার যিনি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার সংখ্যা অতিক্রম করেছিলেন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেওয়ার জন্য দাভোসে আমন্ত্রিত প্রথম ব্যক্তিও ছিলেন। তার সর্বশেষ জনপ্রিয় ভিডিওটিতে তিনি ভারতের দরিদ্র শ্রমিকদের দুর্দশার বিষয়ে তুলে ধরেছিলেন যারা লকডাউন দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল। […]