বিনোদনের জগতে একটি মাত্র জিনিসের গ্যরান্টি পাওয়া যায় সবসময়। আর তা হল জনপ্রিয়তা কখনও চিরদিন ধরে রাখা যায় না। আজ যে সিনেমা ব্লকবাস্টার, কালই অন্য কোনও জনপ্রিয় সিনেমা রিলিজ করার পর তা আস্তে আস্তে ভুলে যাবে মানুষ। গত সত্তর-আশি বছর ধরে ভারতবর্ষের সিনেমার প্রাণকেন্দ্র সেই বলিউডেও এমন দস্তুর ই চলে। কিন্তু এ কথাও সত্যি যে ব্যতিক্রম সব জায়গায়ই রয়েছে। ফলে এমন কিছু সিনেমাও মুক্তি পেয়েছে বলিউডে, যা জনপ্রিয়তার নিরিখে আজও সেরা। মুক্তির পর অনেকদিন পার হয়ে গেলেও, নতুন হিট সিনেমা রিলিজ করলেও দর্শক ভুলতে পারেননি আজও, এমন সিনেমাও রয়েছে বৈকি!
https://www.youtube.com/watch?v=eHOc-4D7MjY
বলিউড- এর বাজিরাও মস্তানি
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বনশলীর এঈ সিনেমা সারা পৃথিবীতে সাড়ে তিনশ কোটি টাকার বেশি রোজগার করেছে। এবং এখনও করে চলেছে।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
আয়ান মুখার্জির পরিচালনায় এই ফিল্ম মুক্তি পেয়েছিল আজ থেকে সাত বছর আগে। নতুন প্রজন্মের কাছে এই সিনেমার জনপ্রিয়তা আজও তুঙ্গে।
দ্য ডার্টী পিকচার
মিলান লুথারিয়ার এই সিনেমা দক্ষিণের জনপ্রিয় আইটেম গার্ল সিল্ক স্মিতার জীবনের উপর আধারিত। একশো কোটির বেশি ব্যবসা করেছে এই সিনেমা। বিদ্যা বালানের অভিনয় ছিল মনে রাখার মতন।
বলিউড এর দিল চাহতা হ্যায়
https://www.youtube.com/watch?v=9coA7bcpJII
২০০১ সালে মুক্তি পাওয়া ফারহান আখতারের এই সিনেমা সেই সময় এই সিনেমার অভিনেতাদের কেরিয়ারেই শুধু নয়, একটা গোটা প্রজন্মের দৃষ্টিভঙ্গির বদল ঘটিয়ে দিয়েছিল।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি জনপ্রিয়তার নিরিখে সবাইকে ছাপিয়ে গিয়েছে বলাই ভালো। কারণ সেই সময়ের সুপারহিট এই সিনেমা আজও মুম্বাইয়ের মারাঠা মন্দিরে চলছে।
কয়ামত সে কয়ামত তক
আমির খানের ফিল্মি কেরিয়ারের শুরু হয়েছিল এই সুপারহিট সিনেমা দিয়েই। এর অনেক গান আজও ভীষণ জনপ্রিয়।
ম্যায়নে পেয়ার কিয়া
নায়ক হিসেবে সলমান খানের কেরিয়ারের শুরুটা হয় সুরজ বরজাতিয়ার এই ব্লকবাস্টার সিনেমা দিয়েই।
শোলে
রমেশ সিপ্পির এই সিনেমা আজও ভারতীয় সিনেমার মাইলস্টোন হিসেবে মেনে থাকেন বহু মানুষজন। মূলত এই সিনেমা থেকেই ভিলেন হিসেবে আমজাদ খান এবং সুপারস্টার হিসেবে অমিতাভ বচ্চনের জয়যাত্রার শুরু।
মুঘল-এ-আজম
আকবর-সেলিম-আনারক্কলির জীবনের দ্বন্দ্বের উপর আধারিত কে সাইফের পরিচালনায় এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬০ সালে। দিলীপকুমার, মধুবালা, পৃথ্বীরাজ কপুর অভিনীত এই সিনেমা আজও দর্শকদের কাছে প্রবল জনপ্রিয়। বাজেটের প্রায় দশ গুণ লাভ করতে পেরেছিল এই সিনেমা।
পেয়াসা
১৯৫৭ তে মুক্তি পাওয়া এই সিনেমার পরিচালক গুরু দত্ত নিজেই এর নায়কও ছিলেন। দর্শকদের মনে এই চলচ্চিত্র আলাদা জায়গা করে নিতে পেরেছে।
[…] […]
[…] […]
[…] ক্রিকেটার সৌরভ– ইনি নিজেও বহুবার স্বীকার করেছেন যে নানান ভুমিকা পালন করতে হলেও স…ন। […]