Youtube থেকে উপার্জন করতে চান?তার আগে এই বিষয় গুলি ভালো ভাবে জেনে নিন!

ওয়ার্ক ফ্রম হোম তো সবাই শুনেছেন আবার ইউটিউব এর নাম কখনো শোনেননি তাও সম্ভব নয়। এখন যদি বলি এই ইউটিউব এবং ওয়ার্ক ফ্রম হোম একে অপরের পরিপূরক তাহলে ব্যাপারটা কেমন শোনাবে? হম এটাই বাস্তব।আমরা যে বাড়িতে, অফিসে, ট্রেন এ ,বাস এ বিভিন্ন জায়গায় অবসর সময়ে নিজেদের স্মার্টফোন এ ইউটিউব দেখি,গান শুনি সেই ইউটিউব ও যে কেরিয়ার হতে পারে তা আপনাদের অধিকাংশ ই জানতেন না।
কেরিয়ার বলতে আমরা সাধারনত অফিসে গিয়ে রোজ হাজিরা দেওয়া ,বস এর কাছে কাজ জমা দেওয়া এই আদ্যিকালের প্রথা তেই বিশ্বাসী কিন্তু এর বাইরেও যে কত রকম উপার্জনের সুযোগ আমাদের কাছে থাকে টা আমরা অজান্তেই হাতছাড়া করে ফেলি।

বহু প্রতিভাসম্পন্ন মানুষ অর্থ উপার্জনের লক্ষ্যে নিজেদের সপ্ন ও প্রতিভার মূল্য হারিয়ে ফেলে। আজ তাদের জন্যই আলোচনা করবো আমাদের সবার অতিপরিচিত ইউটিউব নিয়ে।

প্রতিভা আছে !

ধৈর্য আছেতো ?

Youtube থেকে ক্যারিয়ার ?

Youtube সেটাপ এর ছবির দৃশ্য ।
3D Hd Gear

মনোরঞ্জন আর ইউটিউব এর সম্পর্ক যেমন অবিচ্ছেদ্য তেমন ই দিন দিন ইউটিউব এর সাথে চাকরি ও যেন এক গাটবাধা ব্যাপার হয়ে চলেছে।

ইউটিউব এ কাজ করে এখন লক্ষ্য লক্ষ্য মানুষ নিজেদের জীবিকা অর্জন করছে।উদহারন স্বরূপ অরিজিৎ সিং এর নাম শোনেননি এমন কেউ আছেন?যদি বলি উনিও ইউটিউব এ অ্যাক্টিভ তবে ব্যাপারটি আপনাদের অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব।

আমাদের আশেপাশের বহু চেনা অচেনা মানুষ আজ ইউটিউব এ কাজ করে মত টাকা উপার্জন করে চলেছে। আর এই কাজ বলতে মূল কাজ হলো ভিডিও কন্টেট বানানো এবং সেই ভিডিও কে দর্শক বা শ্রোতা দের কাছে পেশ করা। ব্যাস এতটুকুই।তবে এসব কিছুর মধ্যেই জড়িয়ে আছে অনেক টেকনিকাল বিষয়।চলুন জেনে নিই।

ইউটিউব থেকে টাকা কামাবেন কিভাবে?

youtube money 750x400 1
Facts Chronicle
  • সবার প্রথমে এর জন্য আপনাকে একটি ইউটিউব চ্যানেল বানাতে হবে। মনে রাখবেন ইউটিউব চ্যানেল আপনি ফ্রী তেই বানাতে পারবেন এর জন্য আপনাকে আলাদা ভাবে কোনো কারণে কাওকে টাকা দেবার প্রয়োজন নেই। তাই কেউ আপনাকে টাকা দিয়ে ইউটিউব চ্যানেল বানিয়ে দেবার কথা বললে সতর্ক থাকবেন।
  • এরপর ইউটিউব চ্যানেল বানাবার পর আপনাকে একটা ক্যাটাগরি বাছতে হবে এবং সেই ক্যাটাগরি র ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এমন ধরনের কোনো ক্যাটাগরি যাতে আপনি কোনো রকম ক্লান্তি ছাড়াই এবং কোনরকম ফল এর আশা না করেই আপনি কনটেন্ট বানিয়ে যেতে পারবেন এবং আপনার মধ্যে কোনো রকম ভাবে উৎসাহ হারাবেন না।
  • ইউটিউব এ কাজ করার ব্যাপারে আপনার একটা দিক সর্বদা মাথায় রাখা উচিত সবাই ইউটিউব এ সফল হয় না । আপনি হার্ড ওয়ার্ক করলেই ইউটিউব এ সাফল্য পেয়ে যাবেন এই কথাটি গ্যারান্টি হীন। আগে ইউটিউব অনেক সহজ হলেও বর্তমান দিনে ইউটিউব এ অনেক রুলস, রেগুলেশনস চলে এসছে যা আপনাকে খেয়াল রাখতে হবে।

ইউটিউব চ্যানেলের জন্য বিখ্যাত কিছু ক্যাটাগরি:-

youtube
১) টেকনিকাল
২) বিনোদন
৩) আর্ট
৪) শিক্ষামূলক
৫) সংবাদ
সর্বদা মাথায় রাখবেন একটি চ্যানেল এ কখনো একাধিক ক্যাটাগরি এর ভিডিও আপলোড করবেন না এতে দর্শক দের বুঝতে অসুবিধা হবে যে সে আপনার চ্যানেল থেকে কি বিষয়ে তথ্য পাবে।তাই আপনার ই ক্ষতি হবে সেক্ষেত্রে।দরকার অনুযায়ী আপনি একাধিক চ্যানেল বানাতে বানাতে পারেন একাধিক ক্যাটাগরি এর জন্য।
  • এরপর আপনার চ্যানেল ১০০০ সাবস্ক্রাইবার আর ৪০০০ ঘণ্টার মাইলস্টোন লাভ করার পর আপনি মনেটাইজেশন এর জন্য অ্যাপ্লাই করবেন ও তারপর আপনার চ্যানেল এ অ্যাড আশা শুরু হলে সেই অ্যাড কতৃপক্ষের দেওয়া অর্থের ৪০% যাবে ইউটিউব এর কাছে এবং বাকি ৬০% আপনি পাবেন।
  • এইভাবে আপনি আপনার ভিডিও গুলিতে অ্যাড চালিয়ে সেখান থেকে একটা মোটা টাকা আয় করতে পারবেন। কিন্তু যেই ব্যাপার গুলি জানালাম সেগুলি অবশ্যই মাথায় রাখবেন।


ইউটিউব থেকে আপনি কি কি পাবেন?
O

  • একজন সফল ইউটিউবার নিজের ভিডিও থেকে টাকা পায় তাতে কোনো সন্দেহ নেই,তবে টাকার পাশাপাশি আপনার দর্শক দের কাছে আপনার একটা আলাদা পরিচিতি ও তৈরি হয় ধীরে ধীরে। আপনার একটা আলাদা পরিচয় তৈরি হয় যা ব্যক্তিগত জীবনেও আপনাকে অনেক সুবিধা দিতে পারে।
  • শিল্পীদের জন্য ইউটিউব ফ্রীতে নিজেদের শিল্প প্রদর্শন করবার খুব ভালো একটা জায়গা।বরো সাবস্ক্রাইবার বেস তৈরির সাথে সাথে যে নামডাক ও পরিচয় তৈরি হয় তাতে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কাজ করবার যথেষ্ট পরিমাণে সুযোগ আসে।
  • ভিডিও অ্যাড এর পাশাপাশি বিভিন্ন বড়ো বড়ো ব্র্যান্ড র তাদের প্রোডাক্ট ইউটিউবার দের মাধ্যমে তাদের চ্যানেল এ প্রমোশন করায় ও তার জন্য একটা ভালো পরিমাণের টাকা সেখান থেকেও আপনি কামাতে পারেন।
  • এছাড়াও আপনি ভিডিওর মাধ্যমে নিজের প্রোডাক্ট এর প্রমোশন করেও ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি অনুসরণ করে আপনার সেল বাড়িয়ে সেখান থেকেও প্রফিট বের করতে পারেন।

অপেক্ষা কিসের ?


তাই আর কেন অযথা বাড়িতে বসে সময় নষ্ট করা ।প্রতিভা থাকা সত্বেও সেটাকে কাজে লাগাতে পারছেন না আবার কোনো কাজও পাচ্ছেন না তাহলে আজ ই নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেলুন এবং কাজ করা শুরু করে দিন। মাথায় রাখবেন ইউটিউব এ আপনাকে সময় ও পরিশ্রমের সাথে সাথে ধৈর্যও দিতে হবে।

তাই প্রতিটি বিষয় ভালোভাবে মাথায় রেখে আজই নিজের স্বপ্নপূরণের জন্য এগিয়ে যান। কে জানে হয়তো আপনিও হয়ে উঠতে চলেছেন এক বিখ্যাত ইউটিউবার!