আসলে এই করোনা পরিস্থিতির আগে কলকাতার পথে হাঁটতে হাঁটতে প্রায়ই চোখে পড়ত কিছু বড় বড় লাল নীল ছাতার নিচে বিক্রীত হচ্ছে অতিরিক্ত সস্তা অথবা বিনামূল্যে বিভিন্ন কোম্পানির সিমকার্ড। কিছু কিছু জায়গায় প্রয়োজনীয় তথ্যের প্রয়োজন পড়ছিল, কিছু কিছু জায়গায় প্রয়োজনীয় তথ্য ছিল শুধুমাত্র আপনার নাম আর আধার কার্ডের নম্বর। এবার এর পেছনে প্রধানত দুটো কারণ হতে পারে।
> হয় সেই কোম্পানি নিজের প্রচারের সার্থে এই সুবিধা দিয়েছিল
> আর নচেৎ আপনার নাম আর আধার কার্ডের নম্বর হঠাৎ ই কোনো এক চাক্রন্তকারি দলের ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল।
এমনটা ভাবা অস্বাভাবিক নয়। এরকম কিছু নিরাপত্তা বিধিকে মাথায় রেখে ” ডট ” ( ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ) এপ্রিল মাসে একটি পোর্টাল লঞ্চ করেছে যার নাম ” TAFCOP ” ( Telecom Analytics for Fraud management and Consumer Protection )।
onlytech.com
TAFCOP পোর্টালের পরিষেবা
এই পোর্টালের সাহায্যে,
TAFCON
কিছুদিন আগেই ইলেকট্রনিকস অ্যান্ড ইনফমেশন টেকনোলজির ইউনিয়ন মিনিস্টার শ্রী রবিশঙ্কর প্রাসাদ এই সূত্রে একটি হাই লেভেল মিটিং করেন। তিনি তাতে এই সুবিধাগুলোর সাথে অনলাইন টাকা বিনিময়কেও যুক্ত করেন। অনলাইন কাউকে টাকা পাঠানো, বিশেষত কোনো অচেনা গন্তব্যে, একেবারেই নিরাপদ হয়না। স্বার্থান্বেষী মানুষের প্রভাব সর্বত্র, এমন একটি সামাজিক পরিবেশে আমরা কম বেশি সকলেই ঠকে থাকি। এবার করোনার বিশেষ ভূমিকা তার ওপর যেন একটা সমস্যার প্রলেপের মতো। এখন তো আমরা যতটুকুই কেনাকাটা করে থাকি সব অনলাইন। এমনকি ব্যাংকিং ব্যবস্থাও ধীরে ধীরে অনলাইন হয়ে যাচ্ছে। সারা পৃথিবী যেখানে ডিজিটাল মাধ্যমগুলোর বশবর্তী, এরকম এক সময়ে সমস্তরকম প্রভাব প্রতিপত্তি চলে যায় সাইবার ক্রিমিনাল দের কাছে। আপনি নিশ্চই এ ব্যাপারে অবগত, কিন্তু পরিস্থিতির কাছে নিরুপায়। টাকা লেনদেন ছাড়া বাঁচা সম্ভব নয় কখনোই। তাই এরকম একটা সময়ে মানুষের মন ও কুৎসিত রূপ নিচ্ছে। তারাও সাধারণ উপায় পরিত্যাগ করে সহজ উপায় খুঁজছে উপার্জনের। বেকারের হারও ক্রমশ বাড়ছে, এমন একটা সময়ে যদি সেই সমস্ত মানুষের মনে লোক ঠকানোর মনোবৃত্তির জাগরণ ঘটে, তাহলে উপকরণ গুলোও সহজলভ্য, মুনাফাও প্রচুর। ভুল রাস্তাটা বেছে নিতে তাই তাদের আর হাত কাঁপে না। তার মানে ভাবুন দেশের মানুষই দেশে থাকাকালীন দেশের সাধারণ নাগরিকের জন্য এক চরম অর্থনৈতিক সংকটের সৃষ্টি করতে পারে। খুবই রোমহর্ষক হলেও এটাই সত্যি। এইসমস্ত কার্যকলাপ মাথায় রেখে, সাধারণ মানুষের স্বার্থে অনুষ্ঠিত হয় সেই কনফারেন্স, যার নাম দেওয়া হয় ” TAFCON “। যাতে এই সমস্ত সমস্যা গুলি পর্যালোচনা করে TAFCOP এর শুভ সূচনা ও দ্রুত ব্যাপ্তির কথা বলা হয়।