Reddit . com

Meme, আজ 2020 সালের শেষে এসে দাঁড়িয়ে আমাদের নিত্যদিনের সঙ্গী এই হাস্যরসপূর্ণ ডিজিটাল সংস্কৃতি বা আচরণের একটি উপাদান। একটি চিত্র, ভিডিও, পাঠ্যের টুকরো ইত্যাদির মতো সাধারণত মজাদার প্রকৃতির একটি অনুলিপি, যা ইন্টারনেট ব্যবহারকারীরা প্রায়শই সামান্য দ্রুত ছড়িয়ে দেন। Meme হতে পারে কোনো ব্যক্তির কোনো উক্তি, কোনো ঘটনা, এমনকি কোনো সিনেমার কোনো সংলাপ বা সিনের ওপর ভিত্তি করে, এগুলির জনপ্রিয়তা আজ এতোটাই বৃদ্ধি পেয়েছে, যে বিভিন্ন ক্ষেত্রে প্রচামাধ্যম হিসেবেও meme-এর গুরুত্ব অনস্বীকার্য হয়ে উঠেছে।

দেখে নেওয়া যাক 2020 সালের সেরা কয়েকটা Meme:

Coffin Dance:

কফিন ডান্সার্স(Coffin Dancers) বা Dancing Pallbearers নামে পরিচিত গ্রুপটি 2020 বছরটি শুরু হওয়ার সময়ে প্রচারের আলোয় এসেছিল। এই Meme টি Ghanaian Pallbearer গ্রুপের সাথে সম্পর্কিত মৃতদেহের শেষকৃত্যের জন্য কফিনটি বহন করার সময় কিছুটা নাচ করে। লোকেরা তাদের চিত্রগুলি দিয়ে Meme বানাতে শুরু করে এবং সৃজনশীল হওয়ার কারণে এই চার জনই ইন্টারনেটে শাসন করেছিলেন বেশ কিছুদিন.Instagram এর ফিল্টার-ও বেরোয় এই কফিন বাহকদের নিয়ে।

Funeral Dance Funny Memes
latestly . com

Rasode Mein Kon Tha?

Rasode Mein Kon Tha? এটি আর একটি Meme টেম্পলেট যা ভারতে ইন্টারনেট দখল করে রেখেছিল বেশ কিছুদিন ধরে। এই meme ট্রেণ্ড শুরু হয়েছিল যখন Yashraj Mukhate সাথ নিভানা সাথিয়া নামক বিখ্যাত হিন্দি ধারাবাহিক থেকে ডায়লগ এক্সচেঞ্জ ব্যবহার করে সংগীতের মিক্সিং তৈরি করেছিল। এই সংগীতটি আগুনের মতো ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায় এবং দ্রুত সিরিয়াল এর চরিত্রগুলি এই বিখ্যাত কথোপকথন, “রাসোডে মেন কন থা” সম্পর্কিত একাধিক meme তৈরী হতে থাকে শুধু তাই নয়, বিভিন্ন চিত্রিতারকারাও মজার আঙ্গিকে এই ধারাবাহিকের এই সিন টার রিমেক ভিডিও বানাতে থাকেন।

I ask you this one last time Rasode mai kon the meme 2218
HindiBate . com

Binod:

Screenshot 2020 08 07 at 11.14.00 1024x568 1
hitc. com

Binod একটি হঠকারি Meme প্রবণতা যা লকডাউনের সময়কালে ইন্টারনেট দখল করে। এই Meme টি শুরু হয়েছিল যখন নেটিজেনরা লক্ষ্য করেছে যে কেউ একাধিক ইউটিউব ভিডিওতে “Bindo” কমেন্ট করছে যদিও এটি বিশেষ কোনো অর্থ বহন করে না। এই meme টির-ও সেই কারণেই কোনও অর্থ ছিল তবে এটি ২০২০ সালের অন্যতম সফল ট্রেন্ড। ফেসবুক ইন্সটাগ্রামে সকলে অন্যের ছবিতে Binod কমেন্ট করতে শুরু করে বেশ কয়েকদিন।

Tauda Kutta Tommy Sada Kutta Kutta?

বছরের প্রায় শেষে এসে এই মেমে কন্টেন্ট টি ভাইরাল হয়৷ ৮ই ডিসেম্বর Yashraj Mukhate একটি Rap ভিডিও পোস্ট করেন যেটি আদপে Big Boss Season 13 -এর অন্যতম বিখ্যাত প্রতিযোগী Sehnaz Gill-এর শো চলাকালীন বলা এক নাটকীয় ডায়লগ। মুহুর্তে ভাইরাল হয় ভিডিওটি, আর তার সাথেই শুরু হয় meme এর বন্যা। শুধুমাত্র Facebook, Instagram -ই নয় Swiggy, Zomato,Flipkart,Voot-এর মতোন সাইট গুলিও এই ট্রেন্ডটি ফলো করছে।

Kya Karu me Mar Jau Shehnaz Gill memes
latestly. com

Zomato Delivery Boy:

টিকটকের একজন ব্যবহারকারী সোনু নামের এক Zomato ডেলিভারি বয়ের ভিডিও আপলোড করেছেন, যেখানে তিনি কতটা উপার্জন করেন এই প্রশ্নের উত্তর দিচ্ছেন।
তার উত্তরে ডেলিভারি ছেলেটি হেসে বলে যে সে প্রতিদিন 350 টাকা উপার্জন করেন আর যেই অর্ডার বাতিল হয়ে যায় সেগুলো সে খেতে পারে।
ভিডিওতে ব্যতিক্রমী বা ভিন্ন কিছু না থাকলেও ডেলিভারি ছেলেটির কথা বলার ধরণ আর এক্সপ্রেশনের জন্য Meme কন্টেন্ট হতে তার বেশী সময় লাগেনি।

2020 02 28 2
latestly . com

২০২১ কেমন কাটবে তা এখনো অনিশ্চিত, তবে একটা বিষয়ে সবাই একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন_ Meme -এর রসদের কোনো অভাব হবেনা।
সব Meme প্রেমীদের জন্য তাই আরেকটি Meme ময় বছরের আগাম শুভেচ্ছা রইলো।

আরও পড়ুনঃ

https://www.banglakhabor.in/wp-admin/post.php?post=10729&action=edit