দীর্ঘ এক বছরের ও বেশি সময় ধরে আমরা সকলেই গৃহবন্দী।যাদের বাড়ি থেকে কাজ করা সম্ভব তারা work from home এর সুবাদে বাড়ি থেকেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে আর ঠিক সেই কারণেই হয়ত রবিবার বাড়ির সকলে মিলে লাঞ্চ অথবা ডিনার টেবিলে একসাথে বসে আড্ডা দিতে দিতে খাওয়ার আনন্দ টা ফিকে হয়ে যাচ্ছে।
এই একটা দিনই অফিস যাওয়ার তাড়া থাকতো না, থাকতো না বাস অথবা ট্রেন ধরার ঝক্কি,তাই এই দিনটায় ল্যাধখোর বাঙালির ঘুম থেকে দেরি করে ওঠা,জলখাবারে লুচি আলুরদম,দুপুরে মাংস-ভাত তারপরে ভাতঘুম এই সবেই মজে থাকা হতো তবে এখন আর এসবের উপায় নেই,এখন সবটাই অন্যরকম। বাড়িতেই অফিস, বাড়িতেই অনুষ্ঠান, বাড়িতেই পার্টি সবটাই। তাই রবিবার হারাচ্ছে তার রাজকীয় রূপ।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য সবকিছুরই খারাপ ভালো দুদিক ই থাকে।রবিবার যাদের কাছে ছুটির দিন ছিল না, পেশাগত কারণে খুব কম সময়ই বাড়ির বাকি সদস্যের সঙ্গে একসাথে বসে আড্ডা দেওয়া বা সময় কাটানোর সুযোগ পেতো তারা এখন একটু অন্যভাবে দিন কাটাতে পারছে।রবিবার আর নিজের day off কে মিলিয়ে দিতে পারছে সংসারের ছন্দে।
Covid যুদ্ধ এখন জীবন যুদ্ধের এক অন্যতম অঙ্গ হয়ে উঠেছে।covid যুদ্ধের শেষ কোথায় তা সকলেরই অজানা তবে জীবনযুদ্ধে যতটুকু ভালো তা নিয়েই কাটাতে হবে lockdown..
এটি তো একটি ছোট্ট আলোচনা মাত্র। আজকের সময়ে ডিপ্রেশনের কারণে অনেকসময় অনেক অভিভাবক অভিভাবকত্ব ভুলে যাচ্ছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আজকের ব্রেকিং নিউজে। আমাদের এই আকর্ষণীয় এবং প্রয়োজনীয় বিষয়টি পড়তে নিচের লিংকে ক্লিক করুন।