IND vs SA প্রথম টি-টোয়েন্টি শুরু হতে চলেছে বৃহস্পতিবার থেকে কিন্তু ইতিমধ্যেই টিমের ভারসাম্য যথেষ্ট বিগড়ে গেছে। বুধবার চোটের জন্য ইন ফর্ম লোকেশ রাহুল এবং কুলদীপ যাদব ছিটকে গেছেন এই সিরিজ থেকে। এমতাবস্থায় কারা থাকতে পারেন ভারতের প্রথম একাদশে?
রাহুল ছিটকে যাওয়ায় ওপেনিং নিয়ে সমস্যা রয়েছে। সেক্ষেত্রে দায়িত্ব নিতে হতে পারে চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজকে। রুতুরাজ দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কিন্তু বিশেষ কিছু সাফল্য পাননি। তবে এই মরশুমে আইপিএলে ভালোই ছন্দে ছিলেন তিনি।
রুতুরাজের সঙ্গে যুগলবন্দী করতে দেখা যেতে পারে কেকেআরের ওপেনার ভেঙ্কটেশ আইয়ারকে। ভারতীয় দল কখনও তাঁকে ফিনিশারের রোলে কাজে লাগিয়েছেন আবার কখনও ওপেনিংও করিয়েছেন। তবে এই সিরিজে ওপেনার হিসেবেই তাঁকে দেখতে চাইছেন ভারতীয় দল।
তিন নম্বরে দেখা যেতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষাণকে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স নিলামে তাঁর জন্য ১৬ কোটি টাকা ব্যয় করেছিল। তাঁর প্রদর্শনীও এবারে যথেষ্ট ভালো ছিল। তবে ইন্ডিয়া তাঁকে এই সিরিজে তিন নম্বরেই ব্যাটিং করতে দেখতে চান এমনই শোনা যাচ্ছে।
চার নম্বরে কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ারকে দেখা যাবে বলে অনুমান করা যাচ্ছে। আইপিএলে খুবই ভালো অধিনায়কত্বের পরিচয় দিয়েছেন শ্রেয়স। অসাধারণ ছন্দেও রয়েছেন তিনি। এবার ভারতের হয়ে সেই ছন্দের পরিচয় কতটা দিতে চলেছেন সেটাই দেখার।
IND vs SA
পাঁচ নম্বরে ঋষভ পন্তের বাঁহাতি কিছু বাউন্ডারি দেখতে চলেছি আমরা। রাহুলের অনুপস্থিতিতে তিনিই দলের অধিনায়ক এবং উইকেট রক্ষক।
ছয় নম্বরে যিনি থাকবেন বলে অনুমান তিনি সদ্য আইপিএল জিতেছেন। তাই তাঁর ফর্ম নিয়ে আর কথা নাহয় নাই বললাম।
সাত নম্বরে দেখা যেতে পারে আগ্রাসী ব্যাটসম্যান এবং পার্ট টাইম অফ স্পিনার দীপক হুডাকে। তিনিও যথেষ্ট ভালো ফর্মের নমুনা দিয়েছেন আইপিএলে। তিনি সাত নম্বরে থাকলে দলকে যথেষ্ট ভারসাম্য দিতে পারেন।
IND vs SA
আট নম্বরে দেখা যেতে পারে আইপিএলের সর্বোচ্চ উইকেট টেকার যুজবেন্দ্র চাহালকে। চালাক চতুর এই বোলার, ভারতীয় দলকে যথেষ্ট সমৃদ্ধ করবেন।
নবম স্থানে আরও এক স্পিনার হিসেবে জায়গা করে নিতে পারেন অক্ষর প্যাটেলকে। তিনি একজন অত্যন্ত দক্ষ বোলার অলরাউন্ডার।
পেসার হিসেবে জায়গা করে নিতে পারেন নতুন কিছু মুখ। আর্শদিপ সিংহ এবং উমরান মালিকের মতো কিছু উজ্জ্বল মুখ উঠে আসতে পারে।