IND vs NZ: কানপুরের গ্রিন পার্কে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট খেলা হচ্ছে। প্রথম দিনের খেলা শেষ। প্রথম দিনের খেলা শেষে ভারত প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে। রবীন্দ্র জাদেজা ৫০ ও শ্রেয়াস আইয়ার ৭৫ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন নিয়েছেন ৩ উইকেট।

IND vs NZ

রোহিত- বিরাট স্তম্ভ ছাড়াও ইন্ডিয়ার প্রথম দিনের স্কোর উল্লেখযোগ্য। রাহানের জয় ভাগ্য ভীষণই ভালো সেটা আর বলার অপেক্ষা রাখেনা। তবে পুরনো ইন্ডিয়ান টেস্ট টিম এর হঠাৎ অবসরের পর যেমন ভারতের ড্রেসিংরুমে একটা আঘাত হয়েছিল, সেটা রোহিত আর বিরাট দল থেকে চলে যাওয়ার পর কি লাগতে পারে?

IND vs NZ
IND vs NZ

আঘাত তো অবশ্যই থেকে যাবে একটা। তবে সেই আঘাতে ইন্ডিয়ান টেস্ট টিম কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? তাহলে একটু বলতে হয় যে জাদেজার ও অবসরের বয়স হয়ে এসছে। আশ্বিন ও আর বেশিদিন খেলতে পারবেন না। এবার যখন এতটা বুঝে গেলেন, নিশ্চই বুঝতে পেরেছেন যে ভয়ানক একটা ক্ষয়ের প্রান্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম, বিশেষত টেস্ট ক্রিকেটে।

তাই এরকম একটা সময়ে দাঁড়িয়ে শ্রেয়াস আইয়ার এরকম ভাবে প্রথম ম্যাচ খেলবেন, কেউ ভাবেনি। তাই আমার মতে যারা উঠতি প্রতিভা তাদের টেস্ট টিমে সামিল করে পোক্ত করে তোলা হোক। এরাই ইন্ডিয়ান টেস্ট টিমকে পরবর্তী শিখর গুলোকে ছুঁতে সাহায্য করবে।