বাপ্পি লাহিড়ি

গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। কথাটা আমি বিশ্বাস করি। যে পরিমাণ মনোসংযোগ গান গাইতে লাগে, সেটা আর কিছুতে লাগে বলে আমার বিশেষ মনে হয়না। সেখানে যখন সুরের মহাকাশে এতগুলো প্রিয় নক্ষত্র একসাথে খসে পড়ল, আমার কলমকে কিভাবে আমি শান্ত রাখি? আমিও যে একজন সঙ্গীতপ্রেমী। আমিও যে এই সাধনার আশ্রয় নি।

লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর আজ প্রয়াত হলেন বাপী লাহিড়ী। ছবি তোলার জন্য যে সময়টাকে golden hour বলে, সেই সময়েই আমাদের ছেড়ে চলে গেলেন golden man। তাঁর কীর্তির বিবৃতি শুরু করলে শেষ হবেনা। সবচেয়ে বড় কথা হলো একজন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীতজ্ঞ হাওয়ার পাশাপাশি তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন।

bappi lahiri - Golden man

কতো নতুন প্রতিভাকে সাফল্যের সঠিক পথ করে দিয়েছেন তিনি। তাঁর একের পর এক জনপ্রিয় পরিবেশনা বারংবার আমাদের মন কেড়েছে। দক্ষিণেশ্বরে একটি অনুষ্ঠানে একবার ওনাকে দেখার সুযোগ হয়েছিল আমার। ওনার চরণ স্পর্শ করার সুযোগ হয়েছিল। সবসময় মুখে একটা হাসির রেশ। সবশেষে ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাক যেনো এক দীপ্তির সঙ্গে বিরাজ করেন।