CSR Fund এর নাম করে চলছিল প্রতারণার এক বিরাট ফাঁদ, গড়িয়ার পঞ্চসায়র থানার অন্তর্গত এলাকা থেকে পাকড়াও করা হলো মূল চক্রান্তকারীর সুরজিৎ মুখার্জি কে।
গড়িয়ার পঞ্চসায়র থানার অন্তর্গত, উপহার শপিং মলের সামনে থেকে ভরা সন্ধ্যায় নাগরিক সচেতনতা এবং বুদ্ধিদীপ্ততার মাধ্যমে মূল চক্রান্তকারীর সহ দলের মোট প্রায়ই 10 জনকে পাকড়াও করলেন কলকাতা পুলিশ। অবশ্যই চক্রান্তকারী দলকে পাকড়াও করতে সাহায্য করেছেন ২০২১ বনগাঁ উত্তর বিধানসভার প্রার্থী শ্রী দিনেশ দাস এবং দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেল এর জেনারেল সেক্রেটারি জনাব জাকারিয়া লস্কর মহাশয়গন।
তদন্তকারীরা তদন্ত থেকে জানতে পেরেছেন যে, মুখ্য সিএসআর ফান্ড বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ফান্ড পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন এনজিও গুলিকে টার্গেট করেন এই পান্ডা ( অভিযুক্ত আসামি) এবং তাদের কাছ থেকে এডভান্স 15 লক্ষ টাকা করে আদায় করার একটি অন্যতম পন্থা চালিয়ে যাচ্ছেন তিনি।অভিযুক্ত আসামি বিশেষ চতুরতার সাথে যুবক যুবতীদের অনলাইনে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তার দলে সামিল করছেন এবং এই প্রতারণার ফাঁদ চালিয়ে যাচ্ছেন শহর কলকাতার বিভিন্ন স্থানে।
ঘটনার সূত্রপাত 3 অক্টোবর 2021 এর সন্ধ্যাবেলা যখন এই আসামি তার দলবল নিয়ে গড়িয়ার উপহার আবাসনের পার্শ্ববর্তী এলাকায় লোকাল কিছু ব্যবসায়ী এবং সমাজ সেবক দের বোকা বানানোর চেষ্টা করছিলেন, একটি কফি হাউজ এ। ঘটনাচক্রে সেখানে উপস্থিত ছিলেন ২০২১ বনগাঁ উত্তর বিধানসভার (৯৫) প্রার্থী শ্রী দিনেশ দাস এবং দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেল এর জেনারেল সেক্রেটারি জনাব জাকারিয়া লস্কর মহাশয়গন এবং সেই সময় তাদের সন্দেহ হতে তারা এই দলটিকে কিছু প্রশ্ন করে যার উত্তর যথাযথ ভাবে তারা দিতে অসম্ভব হয় এবং তাদের এই চক্রান্ত বুঝতে পেরে খবর দেওয়া হয় লোকাল থানাতে। পরবর্তীতে লোকাল থানার অফিসার এসে পাকড়াও করে এদেরকে নিয়ে যায় এবং কার্যক্রমে গড়িয়া বাসি কিছু স্বেচ্ছাসেবক সংস্থার ব্যক্তিগণ ভরা সন্ধ্যাবেলা 15 লক্ষ টাকা ক্ষতির হাত থেকে বেঁচে যায়।
এমত অবস্থায় জনসচেতনতা বাড়াতে এবং স্বেচ্ছাসেবী সংস্থার 15 লক্ষ টাকা যা কিনা দুস্থদের কাজে লাগবে সেটিকে রক্ষা করার জন্য সকলের কুর্নিশ পান শ্রী দিনেশ দাস এবং জাকারিয়া লস্কর মহাশয়গন। বাংলা খবর এর পক্ষ থেকে এই ধরনের প্রচেষ্টাকে জানানো হয় অভিনন্দন এবং সালাম।