Vlogger শব্দটা খুব বেশি পুরোনো না হলেও এর জনপ্রিয়তা এখন যে কোনও বাংলা শব্দকে অনায়াসে হার মানাবে। আর জনপ্রিয়তা মানেই প্রতিদ্বন্দ্বিতা। রীল লাইফে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আর বিতর্ক থাকবে না তা কি হয়! তবে অনেক ক্ষেত্রেই এই বিতর্ক জনপ্রিয়তা বাড়াতে কৃত্তিমভাবেও তৈরি করা হয়। সম্প্রতি দুই Vlogger-এর ঝগড়া নেটাগরিকদের কাছে হট টপিক। যদিও তা রিয়াল না মেকি তা এখনও অস্পষ্ট। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন আমরা Bong guy আর Cinebap এর কথাই বলছি।
Cinebap অর্থাৎ মৃন্ময় দাস, Bong guy অর্থাৎ কিরণ দত্তের কিছু পোষ্ট ও পার্সোনাল মেসেজ নিয়ে প্রথম ক্যামেরার সামনে আসেন। যাতে তিনি bong guy এর মানসিকতা নিয়ে কিছু প্রশ্ন তুলে সমালোচনা করেন। এই পর্যন্ত জিনিসটা ঠিক ছিল। এই গল্পে উষ্ণতা বাড়ে যখন bong guy ক্যামেরার সামনে আসেন।
তিনি ভিডিও শুরু করেন Cinebap এর পুরনো কিছু ভিডিও রোস্টিং এর মাধ্যমে। Rosting এ তো bong guy এর জুড়ি মেলা ভার। কিন্তু তিনি ব্যাপারটা আলোচনা করার সময় Cinebap এর পারিবারিক কিছু ব্যাপার আলোচনা করে ফেলেন। যার সূত্র ধরে Cinebap এর পারিবারিক ঝামেলা শুরু হয়। সেই সূত্রে Cinebap দ্বিতীয়বার ক্যামেরার সামনে আসেন। ভদ্রতাকে একপ্রকার আলিঙ্গন করে এবারে একেবারে অন্যরূপে দেখা যায় তাকে। চোখে মুখে ভদ্রতার ছাপ দেখে তার নিজের ফ্যানেরাও অবাক হয়ে যান। মিষ্টিমুখেই তিনি কিছু কটূক্তি ছুঁড়ে দেন তিনি bong guy এর দিকে।
যার পর আবার ক্যামেরার সামনে আসেন Bong guy। এবারে আঘাত হয় আরও গভীরে। যেখানে Cinebap কে চূড়ান্ত অপমানের মুখোমুখি হতে হয়। শেষমেশ Cinebap নিজের রূপে প্রত্যাবর্তন করেন এবং bong guy এর সাথে তার সবচেয়ে ঘনিষ্ট বান্ধবীর সম্পর্কের কিছু ব্যাপার খোলসা করেন। এখন এই দুজনের এই প্রসঙ্গ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। Bong guy এর পরবর্তী ভিডিওর অপেক্ষায় এখন সারা বঙ্গবাসী।
কি হতে চলেছে এরপর? কে জিতবে এই যুদ্ধে? অনেকের ধারণা নিজেদের ফলোয়ার কিছুটা বাড়াতে এই ব্যাপারটা দুজন শুরু করেছে নিজেদের স্বার্থেই। এই গোপন তথ্যের মাঝের গোপন অভিসন্ধিটা সামনে আসতে আর হয়তো বেশি দেরি হবেনা।