ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো বিশেষ ধর্ম, জাতি বা গোষ্ঠীকে এ দেশে বিশেষ গুরুত্ব বা মর্যাদা দেওয়া হয় নি। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি “ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র” রূপে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি নাগরিকের এখানে সমান অধিকার রয়েছে। কিন্তু তবু চারপাশের নানা ঘটনায় এখনও বারবার যেন প্রশ্নের মুখে দাঁড়ায় ভারতবর্ষের সংখ্যালঘুদের অধিকার, তাঁদের অবস্থান।

22 16 20 images

ভারতের সংবিধান একদিকে যেমন সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকার স্বীকার করেছে, তেমন তা সুরক্ষিত করার উদ্দেশ্যেও সংবিধানে গ্রহণ করা হয়েছে একাধিক ব্যবস্থা। এছাড়া সংবিধানে জাতি ধর্ম নির্বিশেষে অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের অধিকার সুরক্ষিত করার জন্যেও গৃহীত হয়েছে নানা পদক্ষেপ। তফসিলি জাতি উপজাতিভুক্ত ব্যক্তিরা সরকারি তরফে পান একাধিক সুযোগ সুবিধা। সংবিধানের ২৯ নম্বর ধারায় ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার গুলি বর্ণিত রয়েছে।

16 45 53 images
Wiki king

সংখ্যালঘু অধিকার দিবস বা Minorities Rights Day কী?

ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুনিশ্চিত এবং সুসংরক্ষিত করার জন্য একটি বিশেষ দিন পালন করা হয়। বছরের শেষ দিকে পালিত এই দিনটিকে বলা হয় সংখ্যালঘু অধিকার দিবস বা Minorities Rights Day. মূলত সংখ্যালঘু অধিকার সংরক্ষণ সংস্থা ‘ন্যাশানাল কমিশন ফর মাইনরিটিস ইন ইন্ডিয়া’র তরফ থেকেই প্রতিবছর এই দিনটি পালন করা হয়ে থাকে। ধর্মীয় সম্প্রীতি, বিভিন্ন জাতি ধর্মের পরস্পরের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান এবং ভারতের সংখ্যালঘু সম্প্রদায় গুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার উপর জোর দেওয়া হয় এই বিশেষ দিনে।

16 45 18 images
Jagran Josh

সংখ্যালঘু অধিকার দিবস বা Minorities Rights Day কবে?

ভারতে প্রতিবছর ডিসেম্বর মাসের ১৮ তারিখ পালিত হয় সংখ্যালঘু অধিকার দিবস বা Minorities Rights Day. ১৯৯২ সালে ইউনাইটেড নেশন বা রাষ্ট্রপুঞ্জে একটি বিবৃতির মাধ্যমে ভারতের সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিতকরণ উপলক্ষ্যে এই বিশেষ দিনটিকে স্বীকৃতি দেওয়া হয়।

16 45 42 images
News Track English

সংখ্যালঘু অধিকার দিবস বা Minorities Rights Day পালিত হয় কেন?

রাষ্ট্রপুঞ্জের বিবৃতিতে বলা হয়, ভারতের প্রতিটি রাজ্যে এবং কেন্দ্র শাসিত অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক, ধর্মীয়, ভাষাগত এবং জাতীয় পরিচয় সংরক্ষণ, সম্মান এবং রক্ষা করতে হবে। এছাড়া রাষ্ট্রপুঞ্জের তরফে আরো বলা হয়, সংখ্যালঘুদের অবস্থার সার্বিক উন্নয়নের দায়িত্ব নেওয়া উচিত রাজ্য সরকারগুলির। মূলত সংখ্যালঘুদের অধিকার সম্বন্ধে মানুষকে সচেতন করে তোলার উদ্দেশ্যেই পালিত হয় সংখ্যালঘু অধিকার দিবস বা Minorities Rights Day.

16 46 37 images
pinterest

ভারতে সংখ্যালঘু কারা?

ভারতে সংখ্যালঘু সম্প্রদায়গুলি মূলত ধর্মকেন্দ্রিক। ধর্ম অনুযায়ী ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় হল মুসলমান। এছাড়া খ্রিস্টান, পারসিক, শিখ, বৌদ্ধ, জৈনরাও সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ধর্মের বাইরে সমাজে অবস্থানের ভিত্তিতে তফসিলি জাতি উপজাতি ভুক্ত ব্যক্তিদেরও সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হয়।

16 46 04 images
Navbharat Times