বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রভাবে এখন কার্যত নাজেহাল সাধারণ মানুষ। এই অতিমারী পরিস্থিতি শুধু যে গোটা বিশ্বে প্রায় ১১ লক্ষ মানুষের প্রাণ নিয়েছে তাই নয়, এলোমেলো করে দিয়েছে মানুষের দৈনন্দিন জীবনের চেনা ছন্দ। করোনা মোকাবিলায় লকডাউন এবং তার পরবর্তী সময়ে ঘরবন্দী মানুষ পেয়েছে অখন্ড অবসর। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন গেমের চাহিদা।
মানুষের সেই চাহিদার সুবাদে গেম কোম্পানি গুলিও বাজারে নিয়ে আসছে নিত্যনতুন মজাদার খেলার সম্ভার। বাচ্চা থেকে বুড়ো, সকলের জন্যেই একের পর এক আকর্ষণ সাজানো আছে মুঠোফোন কিংবা কম্পিউটারের পর্দায়। দীর্ঘদিন ধরে ভারতের অনলাইন গেমের জগতে একচ্ছত্র সাম্রাজ্য চালাচ্ছিল যে গেম, সেই পাবজি এখন বাতিল হয়েছে সরকারি নির্দেশে। পাবজি পরবর্তী সময়ে কি কি গেম দখল করতে চলেছে গেমারদের জগত? আগামী বছরের কোন কোন গেম গুলির জন্য অপেক্ষা করে আছে মানুষ? আসুন দেখে নেওয়া যাক ২০২১ সালের সবচেয়ে মজাদার অনলাইন গেম গুলির কয়েক ঝলক।
২০২১ সালের সেরা 5 অনলাইন গেম:
১) ‘হগওয়ার্টস লিগাসি’ (Hogwarts Legacy)
আগামী বছর আসতে চলা গেমের মধ্যে প্রথমেই যার কথা বলতে হয় সেটা হল ‘হগওয়ার্টস লিগাসি’ (Hogwarts Legacy)। গেমের দুনিয়ার জাদু বিদ্যার ছোঁয়া নিয়ে ২০২১ সালে আসতে চলেছে এই গেম। জে কে রাউলিং রচিত হ্যারি পটার সিরিজের অন্যতম আকর্ষণীয় গেম ভার্সন এটি। ১৮ শতকের শেষ দিকের জাদুর দুনিয়ার উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে এই গেম। ওয়ার্নার ব্রোস কোম্পানি পাবলিশ করতে চলেছে এই গেম। ২০২১-এ আসতে চলা সম্ভবত সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেম হগওয়ার্টস লিগাসি।
২) “ভ্যাম্পায়ার: দ্য মাসকেরেড ব্লাড লাইন ২” (Vampire: The Masquerade – Bloodlines 2)
এরপরই বলতে হয় গেম জগতে বিখ্যাত ‘ওয়ার্ল্ড অফ ডার্কনেস’ (World of darkness) সিরিজের পরবর্তী গেমটির কথা যার নাম “ভ্যাম্পায়ার: দ্য মাসকেরেড ব্লাড লাইন ২” (Vampire: The Masquerade – Bloodlines 2)। সুইডেনের প্যারাডক্স ইন্টারেক্টিভ নামক কোম্পানি এই গেম তৈরি করেছে। ২০০৪ সালে বাজারে এসেছিল “ভ্যাম্পায়ার: দ্য মাসকেরেড ব্লাড লাইন”। এই গেম তারই দ্বিতীয় সিক্যুয়েল। একুশ শতাব্দীর এক ব্যক্তির মৃত্যুর পর ভ্যাম্পায়ার হিসেবে পুনরায় ফিরে আসা এবং তার পরবর্তী ঘটনাবলি নিয়ে জমজমাট অ্যাকশন গেম এটি।
৩)”হরাইজন ফরবিডেন ওয়েস্ট” (Horizon Forbidden West)
৩. পরবর্তী উল্লেখযোগ্য গেমটি হল “হরাইজন ফরবিডেন ওয়েস্ট” (Horizon Forbidden West)। নেদারল্যান্ডসের ভিডিও গেম নির্মাতা সংস্থা “গেরিলা গেমস” নির্মিত এই গেমের জন্যেও মুখিয়ে আছেন অ্যাকশন গেম লাভাররা। এটি ২০১৭ সালের “হরাইজন জিরো ডন” (Horizon zero dawn) গেমের পরবর্তী সিক্যুয়েল। প্লে স্টেশন ৪ এবং ৫-এ মিলবে এই গেম।
৪)রেসিডেন্ট এভিল ভিলেজ” (Resident Evil Village)
যাঁরা গেমের দুনিয়ার ভৌতিক আবহ পছন্দ করেন তাঁদের জন্য ২০২১ সালে আসতে চলেছে নতুন চমক। জাপানের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকম আগামী বছর বাজারে আনতে চলেছে “রেসিডেন্ট এভিল ভিলেজ” (Resident Evil Village)। রেসিডেন্ট এভিল সিরিজের ১০ নম্বর পর্ব এই গেম। বস্তুত ২০২০ সালের জুনেই মুক্তি পাওয়ার কথা ছিল এই গেমটির, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য ২০২১ সালে পুনর্মুক্তির ব্যবস্থা করা হয়।
৫)”ফার ক্রাই ৬ (Far Cry 6)”
সবশেষে বলতে হয় ”ফার ক্রাই ৬ (Far Cry 6)”– এর কথা। ফ্রান্সের জনপ্রিয় ভিডিও গেম নির্মাণকারী সংস্থা ইউবিসফট ২০২১ সালে গেম দুনিয়ায় আনতে চলেছে ফার ক্রাই সিরিজের পরবর্তী সংস্করণ। পর পর ৫টি পর্বের বিপুল জনপ্রিয়তার পর ষষ্ঠ পর্বের জন্যেও কার্যত মুখিয়ে আছেন গেমাররা। এটি মূলত একটি শুটার গেম। ক্যারিবিয়ান আইল্যান্ডের একটি কাল্পনিক দ্বীপ ‘ইয়ারা’তে এই গেমটির প্রেক্ষাপট তৈরি হয়েছে। অজানা দ্বীপে বন্দুক নিয়ে অ্যাডভেঞ্চার নিঃসন্দেহে মুগ্ধ করবে গেমারদের।
সবমিলিয়ে করোনা আবহে ২০২১ সাল যে মানুষের অবসরের ঘন্টা গুলো সাজিয়ে তুলতে চলেছে অসাধারণ আকর্ষণে, তা বলাই বাহুল্য।