মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল পার্টির প্রতিষ্ঠাতা ও অন্যতম নেত্রী। তিনি ২০১১ লোকসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসনটি লাভ করেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়া সত্তেও তিনি তার ব্যক্তিত্ব দিয়ে বরাবর নিজেকে প্রমাণ করে এসেছেন। মুখ্যমন্ত্রী অনুসারে তার কিছু কাছের মানুষ রয়েছেন, তাদের কাজের দক্ষতা ও সহিষ্ণুতার জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছের। তবে চলুন দেখে নেয়া যাক মমতা ব্যানার্জির সবচেয়ে কাছের পাঁচ নেতাদের।
১. পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায় একজন বিশিষ্ট তৃণমূল পার্টির নেতার সঙ্গে সঙ্গেই তিনি পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী। তার কাঁধে সমগ্র পশ্চিমবঙ্গের ভবিষ্যতের দায়িত্ব। তার কাজ ও দক্ষতার জন্য তিনি বরাবরই দিদি অর্থাৎ মমতা ব্যানার্জির অতি কাছের একজন মানুষ। পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যথেষ্ট সম্মান প্রদান করেন এবং তিনি তাঁর প্রত্যেকটি আদর্শকে পালন করার সর্বাত্মকভাবে চেষ্টা করেন।
২. সৌগত রায়
সৌগত রায় একজন বিশিষ্ট শিক্ষাবিদ সাথে সাথেই তিনি তৃণমূল পার্টির এক অন্যতম নেতা ও ভারতীয় পার্লামেন্টের একজন সদস্য। সৌগত রায় মহাশয় একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ঠিক এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত একজন কাছের সদস্য। মমতা ব্যানার্জি তাকে যথেষ্ট সম্মান করেন এবং যেকোন বিষয়ে তার থেকে পরামর্শ গ্রহণ করেন।
৩. ফিরহাদ হাকিম
কলকাতার মেয়র হওয়ার পাশাপাশি তিনি তৃণমূল পার্টির একজন অন্যতম সদস্য সম্পাদক। ফিরহাদ হাকিম বরাবরই বড় সিদ্ধান্ত নেয়ার সময় মমতা ব্যানার্জির মতামত ও পরামর্শ নিয়ে থাকেন। তাই তিনি তার একজন কাছের নেতা হিসেবে গণ্য হন।
৪. দীপক অধিকারী অথবা দেব
টলিউড ইন্ডাস্ট্রি একজন নামকরা সুপারস্টার দীপক অধিকারী ২০১৪ সালে রাজনীতিতে যোগদান করেন এবং সেই বছরই তৃণমূল পার্টির সদস্য হিসেবে বিজয়ী হন ও ভারতীয় পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হন। বরাবরই দেব ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে একটি ভালো সম্পর্ক চোখে পড়েছে। একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও দেব নিজের দায়িত্ব ও কর্তব্যকে কখনই ভুলে যাননি। তিনি তার সমস্ত রকম চেষ্টা করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর তার এই কাজের প্রতি পারদর্শিতা ও ভালোবাসা তাকে করে তুলেছে মুখ্যমন্ত্রীর খুবই কাছের একজন নেতা।
৫. ডঃ শশী পাঁজা
ডঃ শশী পাঁজা যথেষ্ট বুদ্ধি ও পারদর্শিতার সাথে নিজের আসনকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছেন। তৃণমূল পার্টির সদস্য হওয়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু কল্যাণ বিভাগের মন্ত্রী। বরাবর নিজের কাজের মাধ্যমে মুখ্যমন্ত্রীর মন জয় করতে সক্ষম হয়েছেন। তাই পাঁচ জনের মধ্যে তাকে রাখা অনিবার্য।
এছাড়াও যদি আপনাদের মনে হয় যদি অন্যান্য নেতা মন্ত্রীরা রয়েছেন তাহলে আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের মতে আর কোন কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের নেতা হওয়ার যোগ্য আমাদের জানান কমেন্ট করে।