উবের বা ওলায় চেপে কোথাও যাওয়া এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার । অ্যাপ এ আপনি কোথায় আছেন আর কোথায় যাবেন বলে দিলেই কযেক মিনিটের মধ্যে গাড়ি এসে আপনাকে নির্দিষ্ট ঠিকানার দোরগোড়ায় পৌঁছে দেবে| কাউকে ‘কোন রাস্তা দিয়ে যাব’ বা ‘বাড়িটা কোথায়’ জিজ্ঞেস করার ব্যাপার নেই |তো উবেরের গাড়ি এসব করছে কি করে? সবই হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা এ.আই (AI) তথা কৃত্রিম যান্ত্রিক বুদ্ধিতে |এতে বাঁচছে পরিশ্রম আর বাড়ছে কাজের দক্ষতা | উবেরের পেটে আছে রাস্তা ঘাটের সব তথ্য আর সেগুলো বিশ্লেষণ করার ক্ষমতা |
আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা AI কি করতে পারে
AI বা যান্ত্রিক বুদ্ধি সারা পৃথিবীতে এক আলোড়নের সৃষ্টি করেছে | এটা সভ্যতাকে কোথায় এগিয়ে নিয়ে যাবে কেউ জানে না |তবে AI যে যুগান্তকারী সে বিষয়ে কারূর সন্দেহ নেই | যান্ত্রিক বুদ্ধির খুব ভালো বা খারাপ দুটো করার ক্ষমতাই রয়েছে | আগে ভালো দিক নিয়ে বলি|
মেয়েদের স্তনের ক্যানসার এখন মুড়ি মুড়কির মত হচ্ছে | প্রথাগত পদ্ধতিতে অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় করতে করতেই ক্যানসার এত বেড়ে যায় যে করার বিশেষ কিছু থাকে না |যান্ত্রিক বুদ্ধির সাহায্যে কিন্তু যে কোনো ভালো বিশেষজ্ঞ ডাক্তারের তুলনায় অনেক আগেই এবং সুনির্দিষ্ট ভাবে বলে দেওয়া যাচ্ছে যে ক্যানসার হয়েছে বা হতে চলেছে’ |এর ফলে রোগী কে বাঁচানো অনেক সোজা হয়ে যাচ্ছে |আপনারা অনেকেই নিশ্চয় চালকহীন গাড়ির কথা শুনেছেন | আমেরিকা, জার্মানি ও চীন প্রভৃতি দেশে এখন ড্রাইভার হীন গাড়ি চলতে আরম্ভ করেছে | এর পেছনে আছে AI | মস্তিষ্কের সূক্ষ্ম অপারেশন খুব নিখুঁত ভাবে করা যাচ্ছে রোবটের সাহায্যে |
AI কাজ করে কি করে
এই যান্ত্রিক বুদ্ধি আসছে কি করে? এর মূল কারণ কম্পিউটারের অকল্পনীয় শক্তিবৃদ্ধি | তার ফলে মানুষের মস্তিস্কের কার্য্য প্রক্রিয়া যন্ত্রে অনুসরণ করা যাচ্ছে | মানুষের মাথায় আছে প্রায় দশ হাজার কোটি নিউরনের অতিপ্রকান্ড নেট ওয়ার্ক যারা প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত|একটি নিউরনে কোনো সংকেত পৌঁছলে সেটি সমগ্র মস্তিস্কের দ্বারা বিশ্লেষণ হয়ে মানুষের প্রতিক্রিয়া নির্ধারিত হয়| কম্পিউটারে এর অনুকরণ করা হচ্ছে| কম্পিউটার কে প্রথমে দেওয়া হচ্ছে বিশাল পরিমান ডাটা বা তথ্য আর দেওয়া হচ্ছে বিশ্লেষন করার সুত্র বা algorithm| যেমন ধরুন টিবি বা টিউবারকিউলোসিস এর হাজার হাজার এক্স রের তথ্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে কম্পিউটারে | প্রথমে চিনতে না পারলেও কম্পিউটার ধীরে ধীরে টিবি রোগের এক্স রে চেনার ক্ষমতা ১০০% আয়ত্ত করে নিচ্ছে |কিন্তু কম্পিউটারের আছে গণনা করার অপরিসীম শক্তি |মানুষ দুটি বিন্দু কে মাত্র তিনটি ডাইমেনশনে আলাদা করতে পারে | কম্পিউটার পারে অনেক বেশি ডাইমেনশনে | তার ফলে মানুষের চেয়ে যন্ত্র অনেক ডিটেলে দেখতে পারে |মানুষের চোখে যা ধরা পড়ে না সেই সব সূক্ষ্ম জিনিষ দেখতে পায় | এর ফলে কিছু দিনের মধ্যেই কম্পিউটার কোনো মানুষ ডাক্তারের চেয়ে এক্স রে অনেক আগে ও গভীর ভাবে বুঝতে পারে |গুরুমারা বিদ্যে যাকে বলে|এবং এই ব্যাপারটা সব ক্ষেত্রেই প্রযোজ্য |দেখা গেছে কোনো কম্পিউটার গেম একে বেশ কিছু feed করলে নিজে নিজেই শিখে যাচ্ছে ও চমকপ্রদ ভাবে নতুন এবং বেশি কার্য্যকরি ভাবে খেলছে |এমন কি দাবা বা গো (চীন ও কোরিয়া তে বহুল প্রচলিত ) এর মত খুব বুদ্ধির খেলাও শিখে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন দের অনায়াসে হারিয়ে দিচ্ছে| যন্ত্রের এই গভীর ভাবে শিখে নেওয়া কে বলা হচ্ছে ‘ডিপ লার্নিং ( deep learning)’|ডিপ লার্নিং এর ফলে যন্ত্র মানুষ কে সহজেই টপকে যাচ্ছে | এর শুধু দরকার তথ্য বা ডাটা |
ব্যবহার ও সমস্যা
যান্ত্রিক বুদ্ধির ব্যবহার খুব তাড়াতাড়ি জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে |আমাদের সর্বক্ষণের সঙ্গী গুগল,ফেসবুক আর ইউটিউব পুরোটাই AI নির্ভর | এরা যেমন সব প্রশ্নের জবাব দিচ্ছে, দরকার মত গান, ভিডিও, বন্ধু এনে দিচ্ছে, তেমনি এরা আমাদের প্রতিটি হিট থেকে থেকে আমাদের হাঁড়ির খবর জেনে নিচ্ছে | সেই মত আমাদের বিজ্ঞাপন দেখাচ্ছে| জানছে আমাদের অভ্যাস ও ব্যক্তিগত সব তথ্য | জানছে আমাদের রাজনৈতিক মতামত | এই সব তথ্য নিয়ে বিভিন্ন কোম্পানি ও রাজনৈতিক দল আমাদের সুক্ষ্ম ভাবে ব্যবহার করার চেষ্টা করছে| একনায়ক তান্ত্রিক দেশে এই সব তথ্য ব্যবহার করে প্রত্যেকটি লোকের ওপর নজরদারি করা হচ্ছে| এমনকি ইন্টারভিউ তে আমাদের মুখভঙ্গির AI বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমাদের চাকরি দেওয়া হবে কিনা |AI বেড়ে গেলে আর একটি ভয় বেকারত্ব খুব বেড়ে যাবার |যন্ত্র যদি সব করে তাহলে মানুষ কি করবে? বাড়বে মুষ্টিমেয় ধনীর ধন সম্পদ বাড়ার ও গরিবদের আরো গরিব হবার ভয় | তবে এর বিরুদ্ধে যুক্তি হচ্ছে যে নতুন প্রযুক্তি এলে নতুন ধরনের কাজ ও তৈরী হবে | যেমন মোবাইল আবিষ্কার হবার পর টেলিফোন এক্সচেঞ্জের কাজ নেই বললেই চলে| কিন্তু মোবাইল ফোনকে ঘিরে গড়ে উঠেছে এক নতুন শিল্প| মোবাইল সারিয়ে ও বিক্রি করে অনেক লোকের কর্মসংস্তান হচ্ছে|
যান্ত্রিক বুদ্ধি হচ্ছে এক যুগান্তকারী অধ্যায়| Industrial revolution বা শিল্প বিপ্লবের এর জন্যে কয়েক দশকে পৃথিবী পাল্টে গিয়েছিল | এবারও হয়তো তাই হতে চলেছে |