২০২২ সালটা সঙ্গীত জগতে অন্ধকার নামিয়েছে অনেক আগেই। সেই অন্ধকার ক্রমশ গ্রাস করে চলেছে উজ্জ্বল থেকে উজ্জ্বলতম নক্ষত্রদের। কৃষ্ণকুমার কুন্নাথ অর্থাৎ যিনি KK নামে আমাদের মনে জায়গা করে নিয়েছেন, তিনি যে আর নেই, এই কথাটা এখনও হয়ত বিশ্বাসই করতে পারছেন না আপামর ভারতবাসী তথা বিশ্ব।
যার গানের গলায় কোনও এক অচেনা জাদুকাঠির ছোঁয়া ছিল যেন। যা দিয়ে তিনি মুগ্ধ করে রেখেছেন কয়েক প্রজন্মকে। সেই মুগ্ধতারই এক ক্ষুদ্র অংশ মঙ্গলবার তিনি তাঁর ভক্তদের মধ্যে বিলিয়ে দিচ্ছিলেন কলকাতার নজরুল মঞ্চে। সেই অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করেন কেকে। হোটেলে ফিরেই পড়ে যান এবং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। এই খবর প্রকাশ্যে আসতেই লাইফ ইন এ মেট্রোর একটা গান যেন তখন কানে এসে বেজেছিল সকলের, ” Alvida, Alvida, Meri raahein Alvida, Meri sansein kehti hai Alvida “।
লেজেন্ডের মৃত্যুর পরই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর জন্য একটি মামলা দায়ের করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হলে অনুষ্ঠান হচ্ছিল সেটি ওভার ক্রাউডেড ছিল এবং সেকারণে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র সঠিকভাবে কাজ করছিল না। শিল্পীকেও বারবার মঞ্চের পিছনে গিয়ে জল খেতে ও ঘাম মুছতে দেখা গিয়েছিল। প্রশ্ন উঠছে সেই সময়ই কি তার অসুস্থতা শুরু? যদিও তিনি কেকে। তাই সেই অবস্থাতেই অনুষ্ঠান শেষ করেছেন এবং হোটেলে ফেরার পথে শীত লাগছে বলে গাড়ির এসি বলেন বন্ধ করতে বলেছিলেম বলে তার ম্যানেজার জানিয়েছেন।
KK death mystery
KK র এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করা হয়েছে। এই মামলা Newmarket Police Station এ নথিভুক্ত করা হয়েছে। হোটেল কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা চলছে। CCTV ফুটেজের ওপরও মনোনিবেশ করেছে পুলিশ। এই মৃত্যু কোনও রহস্যজনক পরিণতির দিকে এগোনোর কোনও সম্ভাবনা রয়েছে কিনা তা ক্রমশ প্রকাশ্য।
এবিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রুপঙ্কর বাগচির একটি ফেসবুক লাইভ। কেকে-র জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে লাইভ করেছিলেন তিনি৷ যা নিয়ে প্রথম থেকেই নেটাগরিকদের কটাক্ষের শিকার হয়েছেন। তার মৃত্যুর পর নেটাগরিকদের আক্রোশ ক্রমশ বেড়েছে রুপঙ্করের উপরে। তবে পরিণতি যাই হোক আমরা যে সঙ্গীত জগতের আরেকজন অত্যন্ত উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেললাম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আজ তাঁরই গাওয়া দুটো লাইন খুব মনে পড়ছে,” Abhi Abhi zindagi suru hai Abhi Abhi tham jaane ki baat “