কুকুর তো অনেকেই ভালোবাসেন। কিন্তু কুকুর হওয়ার ইচ্ছে জীবনে কোনোদিন হয়েছে? আচ্ছা বাদ দিন সেকথা। কোনোদিন এরম ইচ্ছে পোষণ করতে কাউকে দেখেছেন না শুনেছেন? আজকে শুনুন।
ছোটো থেকেই কুকুর হিসেবে নিজেকে ভেবে নিয়েছিলেন জাপানের এই যুবক, শেষমেশ গোটা শরীরটাকেই কুকুরে পরিণত করলেন তিনি।
সারা গায়ে ট্যাটু, প্লাস্টিক সার্জারি, লাইপোলাইসিস ইত্যাদি যাবতীয় কিছু মানুষ করে থেকে সখের বশে। তবে এই সখ পোষণ করাটাও অস্বাভাবিক।
টোকো নামের এই যুবকের মানুষের জীবন পছন্দ নয়। তাই যেনো তেন প্রকারেন সে কুকুর হতে চায়। যখন অনেক চেষ্টা করেও সে বিজ্ঞানের কাছে পরাজিত হলো তখন সে কুকুরের মতো অবিকল একটা কস্টিউম বানালো। যার দাম ১১ লক্ষ ৬৩ হাজার টাকা। এতে কিছুটা হলেও স্বপ্নপূরণ হয়েছে তার। খুব ভালোভাবে না দেখলে বোঝা যাচ্ছেনা যে সেটা কোনো মানুষ না কুকুর।
নিজেই সেই ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন ওই যুবক। যেখানে তাঁকে কুকুরের মতো সবরকম আচরন করতে দেখা গিয়েছে। আর এমন একটি ঘটনা সহজেই ভাইরাল হয়েছে সারা বিশ্বে।
এই পোশাক পরে তার অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন টোকো। এই পোশাকে হাত পা বা অঙ্গপ্রতঙ্গ নাড়তে পারলেও খুব বেশি নাড়ানাড়া করা যায় না। তাতে কুকুরের মতো আচারআচরন করতে সমস্যা হয় বলে জানিয়েছেন তিনি।