কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটে 24 ঘন্টার মধ্যে অগ্নিসংযোগের ঘটনার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে মমতা সরকারকে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, আলামত যেন ঘটনাস্থলে নষ্ট না হয়। এ ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে।

বুধবার বীরভূম হিংসার মামলায় পিআইএলের শুনানি করে কলকাতা হাইকোর্ট রামপুরহাট এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে। আদালত আরও বলেছে যে দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে একটি দলকে অগ্নিসংযোগের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে পাঠানো হবে।

মমতা

হাইকোর্ট তার নির্দেশে বলেছেন, কোনো প্রমাণ নষ্ট করা চলবে না। জেলা আদালত এবং রাজ্যের ডিজিপিকে প্রতিটি গ্রামবাসী এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি কোনো ময়নাতদন্ত মুলতুবি থাকে, তা ভিডিওগ্রাফি করতে হবে। উল্লেখ্য, এর আগে শুনানির সময় সিবিআই এই মামলার তদন্ত করার কথাও বলেছিল। ন্যাশনাল এজেন্সি আদালতকে বলেছে যে হাইকোর্ট নির্দেশ দিলে তারা বিষয়টি তদন্ত করতে পারে।