আজ নির্বাচনের অনেকগুলো ফুটেজ চোখে পড়লো সকাল থেকে। তার মধ্যে একটা ভিডিওর বিশেষভাবে উল্লেখ না রেখে পারলাম না। একটি ভিডিও, যেটিতে এক মহিলার উচ্ছাস চোখে পড়ার মতো।
তিনি বলেছেন এবারের ভোট গ্রহণ যথেষ্ট শান্তিপূর্ণ ভাবে ঘটেছে। বলতে বলতে তিনি হেসে ফেলেন এবং বলেন, ” দারুণভাবে ভোট দিচ্ছি। খুবই এনজয় করছি। খুবই মজা করছি আর প্রচুর টিফিন পেয়েছি “।
এই হাসি দেখেই আমরা নিশ্চিত হতে পারি যে বাংলার ভবিষ্যত সম্পূর্ণ সুরক্ষিত! এ থেকে কি আমরা ভোটের ফলাফলের ক্ষেত্রে কিছুটা নিশ্চিত হতে পারি? নাকি এই হাসিতে কোথাও অল্প বিস্তর বিদ্রুপ লুকিয়ে রয়েছে?
এখানে বসে সেকথা বলা অসম্ভব। যাইহোক ভিডিওতে সেই মহিলার উচ্ছাস দেখে আপনার মুখেও হাসি ফুটবে। তার কথার ভিত্তিতে তার নামকরণ করলাম ” টিফিন বৌদি ” ।
বি. দ্র. – এই লেখনীর কোনো অংশ দেখে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি দুঃখিত। কাউকে সরাসরি আঘাত করার উদ্দেশ্য আমাদের নেই।