চাকরির জন্য কোথাও এপ্লাই করছেন যার জন্য তৈরি করেছেন স্ট্রং সিভি আর সেটি জমা দেওয়ার পরও  আপনার কাছে কল আসছে না। কিন্তু কেন? এই চিন্তায় ভোগেন অনেকেই। তালে বায়োডেটায় কোন ভুল হয়ে যায় নি তো।  স্ট্রং করতে গিয়ে বিষয়টিকে বিগরে দেন নি তো।  বায়োডেটায় এমন কোন তথ্য দিয়ে দেন নি যা চাকরির জন্য গ্রহনযোগ্য নয়।  সেই কারনে আপনাকে সকলে অদক্ষ, দায়িত্বজ্ঞান ভাবছে না তো? হ্যাঁ  বায়োডাটায় এমন কিছু বিষয় উল্লেখ করতে নেই যার জন্য আপনার চাকরির অফারই হয়তো এলো না।  বায়ডাটায় লেখা একটা ছোট ভুল কিন্তু আপনার ক্ষতি করতে পারে। তাই আজ জেনে নিন বায়ডাটায় কোন কোন বিষয়গুলি কখনও লিখতে নেই।

0 linkdine

অতিরঞ্জিত তথ্য দেবেন না

আপনি যে চাকরির জন্য আপনার বায়োডাটা তৈরি করছেন বা যে পদের জন্য আপনি এপ্লাই করছেন সেই বিষয়ক তথ্যই যেন আপনার বায়োডাটাতে থাকে। অন্য কোন বিষয়ক কোন অতিরঞ্জিত তথ্য দেবেন না, তাতে আপনার বায়োডাটার গ্রহণযোগ্যতা কমে যাবে। এমনকি বেশী অযাচিত তথ্যের ফলে যিনি নিয়োগকারী তিনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এমনকি আপনাকে  প্রস্তাব দেওয়ার আগেই আপনার বায়োডাটা ডাস্টবিনে ফেলে দিতে পারে।

0 Py2n5CXrGzpVT4xo towards data
towards data

বেতন সম্পর্কিত কোন তথ্য নয়

আপনি কোন পদের জন্য আবেদন জনালেন স্বাভাবিক ভাবে সেই পদের বেতন   কত হতে পারে তা জানতে আপনি উতসুক হবেন স্বাভাবিক । কিন্তু আপনার এই কৌতুহল যেন আপনার মনের ভেতরেই থাকে তাকে ভুলেও বায়োডাটায় জায়গা দেবেন না। যদি ভুলবশত দিয়ে ফেলেন তাহলে নিয়োগকারীও ভুলবশত আপনার বায়োডাটাটি গ্রহন করবে না। তাই বেতন সম্পর্কে কোন তথ্য জানতে চাইবেন না বায়োডাটার দ্বারা।

54401 rupeenote coins pti zee buisness
zee buisness

ভুল তথ্য কদাপি নয়

বায়োডাটায় কোন রকম ভুল তথ্য দেবেন না। অনেকেই জাল বায়োডাটা তৈরি করে থাকেন। এবং শংসাপত্র অনেক সময় নকল থাকে। এই সকল দিক থেকে বিরত থাকুন। মাথায় রাখবেন এটা টেকনোলজির যুগ তাই কেউ এই ধরনের কান্ড ঘটালে অতিসহজে  ধরা পড়ে যাবেন। তাই বায়োডাটায় আপনি যেমন, যতটা শিক্ষিত ঠিক ততটাই লিখবেন। অযথা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।

maxresdefault Legit.ng

ব্যাক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকুন

মনে রাখবেন এটা চাকরি স্থল তাই সমস্ত কিছু প্রফেশনাল, এখানে ইমশনের কোন জায়গা নেই। তাই আপনার পার্সোনাল জীবনে যাই ঘটুক বা আপনি কেমন ধাঁচের  মানুষ এই ধরনের বৃতান্ত দেবেন না।  আপনার শিক্ষাগত যোগ্যতা ও আপনি আগে কোথায় কি করেছেন কিনা অর্থাৎ কাজ সম্পর্কে আপনার কতটা ধারনা এই তথ্য ছাড়া বাদবাকি আপনার ব্যক্তিগত জীবনের তথ্য মূল্যহীন ।

illustration cv mistakes CareerAddict
CareerAddict

ভুল বানান বা শব্দ লিখবেন না

বায়োডাটা বানানোর সময় বানানের দিকে বিশেষ নজর দেবেন। যাতে বানান ভুল না হয়। যদি আপনি কোন শব্দের সঠিক বানান জানেন না তাহলে সেটি লেখার প্রয়োজনীয়তা  নেই। কারন ভুল লেখার থেকে না লেখা শ্রেয়।  কারন মনে রাখবেন এই বায়োডটার মাধ্যমে আপনি নিজের অভিব্যক্তি ফুটিয়ে তুলছেন তাই সেখানে ছোট্ট ত্রুটি আপনার প্রতি তৈরি হওয়া সমস্ত চিত্র মিনিটের মধ্যে ভেঙে দিতে পারে।

deez nuts 900x482 Lincoln High School Statesman
statesmen

যদি আপনি এই ধরনের ভুল  করে থাকেন  তবে শ্রীঘ্রই সেই ভুল শুধরে নিন। আর পরবর্তী সময় থেকে বায়োডেটা তৈরী করার সময় এই বিষয়গুলি মনে রাখবেন। কারন স্ট্রং করার সাথে সাথে এই জিনিষগুলি অত্যন্ত গুরুত্বপুর্ণ।