জ্বলযন্ত্রণার জেরে দক্ষিণবঙ্গে মৃত ১৬। মৃতদের পরিবারের পাশে মুখমন্ত্রী – কলমে সায়নী চ্যাটার্জি

দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির জেরে বন্যার সৃষ্টি হয়। লাগাতার চার দিনের অতি বৃষ্টিতে চারিদিক জলমগ্ন। মানুষ ভুগছে জ্বলযন্ত্রনায়। এরই মধ্যে ১৬ জনের মৃত্যুর খবর উঠে এসেছে। খবর টি প্রচার হওয়ায় মৃতদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন স্বয়ং মুখমন্ত্রী।

সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা করেন তিঁনি। মৃত পরিবেরকে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে বলে জানান মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রীদের দুর্গত এলাকা পরিদর্শনে যাবার নির্দেশ দিয়েছেন এবং ত্রাণসামগ্রী যাতে দ্রুত পৌঁছানো যায় সে দিকে আলাদা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

mamata banerjee
indiatvnews.com

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বন্যার এই পরিস্থিতিতে তিঁনি উৎকণ্ঠা প্রকাশ করেছেন। বৃষ্টির জেরে এখুনও ভয়াবহ পরিস্থিতি বিভিন্ন এলাকায়।

দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান সব একাধিক এলাকায় ঘরের দেয়াল ভেঙে, বিদ্যুৎপৃষ্ট হয়ে, জলে ডুবে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এলাকার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি কতটা খারাপ টা দেখার নির্দেশে দিয়েছেন তিঁনি। তাঁর নির্দেশে ঘাটাল এলাকার প্লাবিত হওয়া অংশে ঘুরে দেখছেন ওখানকার পঞ্চায়েত প্রধান এবং সেচমন্ত্রী।

এছাড়াও হুগলি জেলায় আরামবাগ মহকুমার বেশ কিছু এলাকায় বন্যা ভয়াল রূপ নেওয়াই উদ্ধার কার্যের জন্য সেনা নামাতে হয়েছে , সূত্রের খবর। বন্যার জেরে পানীয় জলের চাহিদা বাড়ছে। সেক্ষেত্রে পানীয় জল, ত্রিপল, শুকনো খাবার, আরও কিছু সামগ্রী দুর্গত এলাকার মানুষদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য তৎপরতা বাড়ছে।।