আপনি কি থ্রিলার, ক্রাইম ও অ্যাকশন মুভির ফ্যান? তাহলে Malik মুভি আপনার জন্য একটা দারুন চয়েস হতে চেলেছে।
২০২০ সাল থেকেই ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির মার্কেট ভীষণ খারাপ যাচ্ছে। তবে ওটিটি প্ল্যাটফর্মের বাজিমাত হয়েছে এই প্যান্ডামিকে।
মানুষ রিয়াল ট্যালেন্ট আর ভালো স্টোরির স্বাদ পেয়ে গেছে। আমাজন, নেটফ্লিক্স, ALT Balaji, MX player, Zee5 এর মতো ওটিটি প্ল্যাটফর্মরা বলিউডের মার্কেট অনেকটাই ডাউন করেছে।
তার জন্য এখন অনেক বলিউড স্টারেরাই চলে আসছে ওটিটি তে।
আর আবারও সাউথের বেশ কিছু underrated অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে নতুন ওয়েব সিরিজ নিয়ে এলো আমাজন ওটিটি প্ল্যাটফর্ম।
আর এখন বলিউডের থেকে সবচেয়ে বেশি দর্শক আছে সাউথ সিনেমার। কন্টেন্ট এর দিক থেকে দেখলে, বলিউডের বেশিরভাগই সাউথ ইন্ডাস্ট্রির রিমেক। তাই টিকা খরচা করে বলিউডের মুভি দেখার এয়ার মানুষ সাথের অরিজিনাল কন্টেন্ট ও অ্যাক্টিং বেশি পছন্দ করছেন। তামিল, তেলেগু, মালায়লম, ও অন্যান্য দক্ষিণ সিনেমার দর মার্কেটে অনেক বেশি। তবে বেশিরভাগ সময়ই সঠিক প্রমোশন এর অভাবে এই ছবিগুলো আন্ডাররেটেড হয়ে যায়।
এবার Malik নামের এক অসাধারণ সিনেমা নিয়ে হাজির হলো Amazon prime. তাই চলুন, আজ এক নজরে পড়ে নেওয়া যাক Malik মুভির একটি রিভিউ।
Malik মুভি ও সাউথ ইন্ডাস্ট্রি :
Malik মুভিটি আদতে একটি মালায়লম সিনেমা। সাউথ ইন্ডাস্ট্রির বেশিরভাগ সিনেমাই তৈরি হয় গল্পের ওপর ভিত্তি করে। কোনো বড়ো সুপারস্টার, কোনো হাই বাজেট ফিল্ম এর থেকেও তাদের গল্পের ওপর বেশি জোর দেওয়া হয়।
তাই এবারেও মালায়লম ইন্ডাস্ট্রিতে এক মাস্টার ক্লাস স্টোরি নিয়েই তৈরি এই Malik মুভি। ফারহাদ ফাজিল এর মতো এক অসাধারণ অভিনেতা ও মহেশ নারায়ণ এর মতো স্পেশাল ডিরেক্টর এর নাম শুনেই আন্দাজ করা যায় ছবির ধরন।
Malik মুভির গল্পের সারাংশ:
সুলেমান ওরফে আলি ইক্কা নামের এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্পই Malik. আলি এমন এক ছোট গ্রামে থাকে, যেখানের নাম তো দূর ম্যাপে খুঁজলেও পাওয়া কঠিন এমন।
আলির জীবন ছোট থেকেই অসাধারণ কীভাবে হলো তার প্রথম ঘটনা শুনলে, আপনি হুমকির যাবেন। মাত্র ৬ বছর বয়সে, এক রোগের কারণে অনেকেই তাকে মৃত ভেবে ফেলে আর কবর দেওয়ার জন্য তাকে নিয়ে যায়। কিন্ত কবর দেওয়ার ঠিক কিছু মুহূর্ত আগেই একদম আল্লাহর দয়ায় জীবন্ত প্রকট হয়ে যান তিনি।
তবে এখন তিনি পৌঁছে গেছেন পুলিশের হেফাজতে অর্থাৎ জেলে। কয়েক বছরের দীর্ঘ পরিশ্রম ও মাস্টার মাইন্ড লাগানোর পর তাকে ধরা গেছে।
কিছুদিন পর তার কেস কোর্টে উঠবে কিন্ত আলি ইক্কার মতো অপরাধীকে কোর্টে নিয়ে যাওয়ার কোনও ইচ্ছা নেই পুলিশের। তার আগেই তাকে সারপ্রাইজ মার্ডার করে দেওয়া হবে এবং সোসাইটিকে মুখ দেখিয়ে ওর খাতা বন্ধ করে দেওয়া হবে, প্ল্যান কিছুটা এরকম।
তবে গল্পের টুইস্ট আসে যখন একটা মাঝ বয়সী ছেলেকে ধরে আনা হয় তাকে মার্ডার করার জন্য। আর যে মার্ডার করবে, আলি তার সম্পর্কে কাকা হয়।
পরিবার নাকি সত্বা, কিসের জয় হবে? আলি কি তবে নিজের পরিবারের সদস্যদের হাতে খুন হবে? নাকি ছোটবেলার মতো তার ভাগ্য পরিবর্তন হবে? আর কী এমন হয়েছিল আলির সাথে, যার জন্য গোটা পুলিশ ফোর্সের রাতের ঘুম উড়ে গেছে?
এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য Amazon prime এ দেখতে হবে Malik ছবিটি।
এবার আসি কয়েকটা আসল কথায়।
কেন দেখবেন এই সিনেমা?
যেমনটা আমি আগেই বললাম Malik মুভির সবথেকে সুন্দর বৈশিষ্ট্য হলো এর গল্প। এর গল্পের জন্যই আপনার এই সিনেমাটি দেখা উচিত।
ক্রাইম, থ্রিলার, সাসপেন্স, ড্রামা, বায়োপিক, অ্যাকশন, যে কোনও ক্যাটাগরি তে এই মুভিটিকে রাখা যায়।
এটি এমনই একটি মুভি যার ট্রেকার বা পোষ্টার দেখে আপনি এর ভেতরে কোহিনুর হিরের মতো গল্পের কোনো ধারনা করতে পারবেন না।
মুভিকে সবথেকে ইন্টারেস্টিং বানায় এই সিম্পলিসিটি। আলি ইক্কার কাহিনী দেখে মনে হবে আপনি কোনো মুভি নয়, হয়তো নিজের জীবনের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখছেন।
পুরো আড়াই ঘন্টার মুভিতে আপনি জীবনে অন্য এক স্বাদের গল্প দেখতে পাবেন। একটা সাধারণ ছেলে থেকে আলির কীভাবে এমন মানুষ হয়ে ওঠে যার এলাকায় পুলিশের আসার জন্যেও পারমিশন লাগে?
তাই একটা ভালো মুভি উপভোগ করতে ও এক ভালো গল্প জানতে Malik সিনেমাটি মিস করবেন না।
খুব কম এরকম মুভি আছে যা আমাদের সাধারণ মানুষের জীবনের সাথে রিলেটেড। আর এই সিনেমাটি পুরোপুরি বাস্তব জীবনের সাথে সম্পর্ক যুক্ত।
আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার আসব নতুন কোনো মুভির রিভিউ নিয়ে। ধন্যবাদ।