5 টি সিনেমা ও Web Series যা মুক্তি পাচ্ছে এই শুক্রবার, জুন 9, 2021 – কলমে মৌমিতা ব্যানার্জী

এই সপ্তাহান্তে ইন্টারনেটে মুক্তি পেতে চলেছে অনেকগুলি বহু প্রতীক্ষিত web series বা সিনেমা যা আপনার weekend কে ভরিয়ে তুলবে entertainment দিয়ে। আপনার লিস্টে জায়গা করে নিন বিভিন্ন OTT প্ল্যাটফর্মের সম্পূর্ণ নতুন ও ভিন্ন স্বাদের শো-গুলোর জন্য। টিভির সামনে থেকে নিজের জায়গা ছেড়ে ওঠাই হয়ে উঠবে মুশকিল, তাই তৈরি হয়ে যান এক ধামাকাদার উইকএন্ডের জন্য। আসুন দেখে নেওয়া যাক কোথায় কি রিলিজ হচ্ছে এই শুক্রবার, Hotstar + Disney, Netflix, Zee5 অ্যাপগুলিতে:

চমকপ্রদ কন্টেন্ট নিয়ে হাজির 5টি নতুন সিনেমা ও শো যা কেড়ে নেবে আপনার রাতের ঘুম

  1. Stage of Seize : Temple Attack (Zee5)

এই শুক্রবার Zee5 -এ মুক্তি পেতে চলেছে 2020তে মুক্তি পাওয়া কেন ঘোষ পরিচালিত সিনেমা Stage of Seize: 26/11 -এর 2nd পার্ট Stage of Seize: Temple Attack. গুজরাটের অক্ষরধাম মন্দিরে 2002 সালে হওয়া টেরোরিস্ট অ্যাটাকের ওপর আধারিত এই সিনেমাটি টান টান উত্তেজনায় ভরপুর।একদল সন্ত্রাসবাদী মন্দিরে হামলা করে তীর্থযাত্রীদের হস্টেজ বানায়। তাদের প্রতিরোধ করতে পাঠানো হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড- এর (NSG) হানুত সিং– কে। Stage of Seize-এর দ্বিতীয় পার্টে অক্ষয় খান্নাকে দেখা যাবে সন্ত্রাসবাদীদের সাথে বল ও বুদ্ধি দিয়ে লড়ে দুষ্টের দমন করে মানুষকে বাঁচাতে। এছাড়াও এই হিন্দি থ্রিলার ও সাসপেন্স সিনেমায় আছে বিবেক দাহিয়া ও মঞ্জরী ফাড়নিস। সাহসের বিজয় দেখার জন্য তৈরি থাকুন এই সপ্তাহান্তে।

  1. Collar Bomb (Disney + Hotstar)

ডিসনি + হটস্টার -এর বহু প্রত্যাশিত জিমি শেরগিল অভিনীত দ্যানেশ জোটিং পরিচালিত ক্রাইম থ্রিলার মুভি কলার বম্ব মুক্তি পেতে চলেছে এই 9 জুলাই। সুইসাইড বোম্বার একটা স্টুডেন্ট ভর্তি স্কুল উড়িয়ে দেওয়ার আগেই নামজাদা অফিসার মনোজ হেসিকে পর পর কতগুলি ক্রাইম করে যেতে হবে। নিষ্পাপ অনেকগুলো প্রাণকে বাঁচাতে তাকে সময়ের আগে দৌড়ে ধরে ফেলতে হবে এর মাস্টারমাইন্ডকে। এই সিনেমায় আরো আছেন আশা নেগী, স্পর্শ শ্রীবাস্তব, রাজশ্রী দেশপান্ডে। সপ্তাহান্তে অ্যাড্রেনালিন রাশ বাড়িয়ে দেওয়ার জন্য এই genre এর মুভির তুলনা হয়না।

movies and webseries
trinikid.com

The Waterman (Netflix)


মুমূর্ষু মাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে ছোট্ট গানার যায় ওয়াটার ম্যানের খোঁজে ওয়াইল্ড হর্স ফরেস্টে, যার কাছে আছে অমরত্বের জাদুই সিক্রেট। ডেভিড ওয়েলো পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন রোজারিও ডওসন, মারিয়া বেলো, আলফ্রেড মলিনা।

ফিয়ার স্ট্রিট পার্ট – II : 1978 (Netflix)


নেটফ্লিক্সের ভয়ংকর হরর মুভি The Fear Street এর পার্ট 1 এর মুক্তি দারুন সাড়া পাওয়ার পর এবার মুক্তি পাবে The Fear Street Part II : 1978. আর. এল. স্টাইনের এর ফিয়ার স্ট্রিট ট্রিলজির প্রথম ভাগে শেডিসাইড টাউনে 70 দশকের এক সামার ভাকেশনের শুরু দেখানো হয়। দ্বিতীয় ভাগে দেখা যাবে কিভাবে একটা সুন্দর ছুটি বদলে যায় বেঁচে থাকার লড়াইতে, যখন এক ভয়ানক কিলার ঢুকে পড়ে নাইটউইংয়ের ক্যাম্পে।

বায়োহ্যাকার্স : সিজন 2 (Netflix)


বায়ো হ্যাকার্স-এর সিজন 1 একটা টান টান উত্তজনাময় জায়গায় এসে শেষ হয়েছিল আর নতুন সিজেনে সেই উত্তেজনা পুরোপুরি বিজয় রেখে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে জার্মান sci-fi থ্রিলার বায়োহ্যাকার্স সিজন 2। মেডিক্যাল স্টুডেন্ট মিয়া তার রহস্যপূর্ণ কিডন্যাপিং -এর পর বিখ্যাত জার্মান বিশ্ববিদ্যালয়ে ঢোকে তাদের পরিবারের এক অঘটনের পেছনের ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার জন্য। এর জন্য সে কাজ করবে প্রফেসর তাঞ্জা লরেন্সের সাথে যাকে মিয়া সব থেকে বেশি অবিশ্বাস করে।

বর্তমানে বিনোদনের ধরন বদলে যাবার সুবাদে হোক বা কোভিডের প্রভাবে হোক, OTT প্ল্যাটফর্মের রমরমা বাজার এখন তুঙ্গে। সেই জনপ্রিয়তার সুযোগে প্রোডাকশন হাউসগুলোও একের পর এক ধামাকাদার সিরিজ বা মুভি বানিয়ে চলেছে।আর আমরাও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার চাইতে অনেক সস্তায় ঘরে বসে সারা বছর ধরে নানান স্বাদের শো দেখতে পাই। অ্যাপ গুলোর সাবস্ক্রিপশন ফি যাই হোক না কেন, সিনেমা হলে গিয়ে বছরে 5টা সিনেমা দেখার চাইতে সস্তা তো বটেই। তাই subscription না থাকলে, সাবস্ক্রাইব করে নিন। আসুন কাল টিভির সামনে পপকর্ন নিয়ে বসে পড়ি আর পর পর শেষ করি এই মুভি বা শোগুলো। এক বিনোদনপূর্ণ সপ্তাহান্তের শুভেচ্ছা আপনাকে।