নিজস্ব সংবাদদাতা: বাংলায় ভোটপর্ব মিটে গিয়েছে গত বৃহস্পতিবারেই। আগামীকাল তার ফলপ্রকাশ। কিন্তু ভোটের মরসুমে কাউকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্রত্যক্ষভাবে দাঁড় করাতে পারেনি ভারতীয় জনতা পার্টি শিবির। প্রত্যেকবার এই সম্পর্কিত একাধিক প্রশ্ন কার্যত এড়িয়ে গিয়েছে তারা। দাবি করা হয়েছে রাজ্যে ক্ষমতায় এলে বাংলার ভূমিপুত্রই হবে মুখ্যমন্ত্রী। কিন্তু কে সেই ভূমিপুত্র, তা এতদিন সর্বসমক্ষে খোলসা করে বলা হয়নি। তবে প্রথম থেকেই একটা ইঙ্গিত ছিল যে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

আর আপাতত সেই সম্ভাবনাই বাস্তবায়িত হতে চলেছে বিজেপি নেতৃত্বের কল্যাণে। দলীয় সূত্রে খবর, বাংলায় নিজেদের জয় নিয়ে চূড়ান্ত আশাবাদী বিজেপি শিবির। তাই ইতিমধ্যে মন্ত্রিসভা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে। গতকাল অষ্টম দফার নির্বাচন শেষ হওয়ার পর যা যা এক্সিট পোল বেরিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসকে জয়ী ঘোষণা করা হয়েছে। বিজেপির ভোট শতাংশ বাড়লেও তাকে দ্বিতীয় হয়ে থাকতে হবে বলেই দেখানো হয়েছে।

যদিও এক্সিট পোলকে বেশি গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস এবং গেরুয়া শিবির দুজনেই। তারা নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাই গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে বৈঠক সেরে ফেলেছেন। যতটুকু জানা গিয়েছে তাতে এটাই সামনে আসছে যে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে আগে রয়েছেন দিলীপ ঘোষ।

যদিও আলোচনায় রয়েছে স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়ের নামও! তবে দিলীপ ঘোষ যে দলের সমস্ত স্তরেই সবুজ সঙ্কেত পেতে পারেন, তা মোটামুটি ভাবে পাকা। এছাড়াও সেই মন্ত্রিসভায় কারা কারা থাকবেন সেই ব্যাপারেও আলোচনা হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের মধ্যে। জানা গিয়েছে, আগামীদিনে বাংলায় ক্ষমতায় এলে মন্ত্রিসভায় নাম থাকবে মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের একাধিক প্রাক্তনীদের।