নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। আর এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেতা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আপাতত কয়েকদিন হোম আইসোলেশনেই থাকবেন তিনি। দিন কয়েক আগেই, ‘কাবাডি কাবাডি’ সিনেমার গোটা টিম নিয়ে বোলপুরে শ্যুটিং করছিলেন কৌশিক। এবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর শোনা যাচ্ছে, ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকারেরও করোনার উপসর্গ দেখা দিয়েছে।
বোলপুরে শ্যুটিংয়ের সময়ই করোনা সংক্রমণ ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। অভিনেত্রী সোহিনী যেখানে জ্বরে কাবু, সেখানে ঋত্বিক চক্রবর্তীর ক্ষেত্রে দেখা দিয়েছে মারণ ভাইরাস সংক্রমণের আরেক মূল উপসর্গ। শোনা যাচ্ছে, স্বাদ হারিয়েছেন অভিনেতা। তবে এখানেই প্রাণঘাতী ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাসের খেলা থামেনি। সংশ্লিষ্ট সিনেমায় চিত্রগ্রাহক হিসেবে রয়েছেন সিনেম্যাটোগ্রাফার গোপী ভগত। তাঁর সহকর্মী বিষ্ণুরই কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে।
প্রসঙ্গত চলতি এপ্রিলের মাঝামাঝি, উজান গঙ্গোপাধ্যায়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। সেসময়ে হোম আইসোলেশনেই ছিলেন তিনি। কিন্তু বাবা কৌশিক তখন তাঁর সংস্পর্শে আসেননি। ওদিকে তাঁর স্ত্রী, অভিনেত্রী তথা পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়ের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর এবার কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেও মারণ ভাইরাসে আক্রান্ত হলেন।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার বিনোদুনিয়ার অনেকেই। বলিউড তো বটেই বিগত কয়েকদিনে টলিউডের অনেকেরই করোনা আক্রান্ত হওয়া খবর পাওয়া গিয়েছে। গত সপ্তাহে কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা জিৎ, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, চৈতি ঘোষাল। করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহাও। তাঁর অবস্থা বেশ জটিল। এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শারীরিক অবস্থার দ্রুত অভনতি হওয়ায় ক্রিটিকাল কেয়ারে রাখা হয়েছে অভিনেত্রীকে।