করোনায় আক্রান্ত হলেন বাইশ গজের ঈশ্বর সচিন তেন্ডুলকর। সচিন নিজে টুইটারে জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। মাস্টার ব্লাস্টার এখন হোম আইসোলেশনে আছেন। সবরকম করোনা বিধি মেনে চলার পরেও দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে বলে জানান সচিন। তবে অর্জুন, থেকে অঞ্জলি, সারা, সচিনের পরিবারের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। সচিন এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। সচিনের মৃদু উপসর্গ আছে। তবে তাঁর শরীর এখন ভাল আছে বলেই জানা যাচ্ছে।
ক দিন আগেই রায়পুরে রোড সেফটি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন সচিন। সেই টুর্নামেন্ট থেকে করোনা সংক্রমণ তার দেহে প্রবেশ করেছে কি না তা নিয়ে জল্পনা চলছে। মহারাষ্ট্র জুড়ে এখন করনোর দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় লকডাউন হচ্ছে, কড়া নিয়ন্ত্রণবিধিও চালু হয়েছে। সাধারণ মানুষদের সঙ্গে পাল্লা দিয়ে সেলেবরাও আক্রান্ত হচ্ছেন।
সচিনের সঙ্গে একই সঙ্গে করোনা আক্রান্ত হওয়ার খবর হল বলিউড অভিনেতা পরেশ রাওয়ালেরও। ক দিন আগে রণবীর কাপুর, কার্তিক আরিয়নও করোনা আক্রান্ত হয়েছেন।