ইসলামাবাদ, ২০ মার্চ: দু’দিন আগেই চিনের পাঠানো ভ্যাকসিন নিয়েছিলেন আর আজ করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যা নিয়ে গোটা পাকিস্তান তাজ্জব। ইমরানের ব্যক্তিগত সচিব জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন আইসোলেশনে আছেন, তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চিনা ভ্যাকসিন নিয়েছিলেন ইমরান। ভ্যাকসিন নেওয়ার ছবি বড় করেই প্রকাশিত হয়েছিল পাক সংবাদমাধ্যমে। কিন্তু ভ্যাকিসন নেওয়ার ৪৮ ঘণ্টাক মধ্যেই ইমরানকে ধরে ফেলল করোনা। যা নিয়ে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ শুরু হয়ে যায়।
করোনায় শুরু থেকেই জেরবার ছিল পাকিস্তান। চিনের সঙ্গে সখ্যতা থাকা পাকিস্তান আন্তর্জাতিক দোয়ার বন্ধ করার পরেও করোনার ঢেউ থেকে রক্ষা পায়নি। স্বাস্থ্যব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল পাকিস্তানের। লকডাউনের ফলে পাকিস্তানের অর্থনীতিতেও একেবারে ভেঙে পড়ে। পাকিস্তানে এখন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। আবার লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে। তৃতীয় ঢেউয়ের মারাত্মক জায়গায় যাওয়ার পর ইমরান নিজে ভ্যাকসিন নেওয়া সিদ্ধান্ত নেন! কিন্তু, সেটায় কাজ হল না। ইমরানের সঙ্গে একই দিনে করোনা টিকা নিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি। তাঁর শারীরিক অবস্থা এখন কেমন তা নিয়ে জোর জল্পনা।
প্রসঙ্গত, পাকিস্তানে ৬ লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা প্রায় ১৪ হাজার। ২৬ ফেব্রুয়ারি, ২০২০ সালে প্রথমবার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসে পাকিস্তানে। ইরান থেকে ফেরত এক ছাত্র ইসলামাবাদের হাসপাতালে ভর্তি এক ছাত্রর দেহে প্রথম মেলে করোনার ভাইরাস। ২০ মার্চ প্রথমবার পাকিস্তানে করোনায় মৃত্যুর খবর শোনা যায়। ৭৭ বছরের সিন্ধের এক বৃদ্ধ করোনায় মারা যান।