নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের শুরু থেকেই গোটা বাংলা জুড়ে বিজেপি বিরোধী একটি ক্যাম্পেন চালাচ্ছে বাংলারই একটি অরাজনৈতিক সংগঠন। রাজ্যের প্রতিটি প্রান্তে ‘নো ভোট টু বিজেপি’ নামক পোস্টার সাঁটিয়ে প্রচার চালাচ্ছে সেই মঞ্চ। বিজেপি আরএসএস-এর বিরুদ্ধে রাজ্যের সাধারণ জনগণের সেই প্রচার রুখে দিতে মরিয়া হল গেরুয়া শিবির। আর এই গেরুয়া আগ্রাসনে উত্তাল হল কলেজ স্ট্রিট তথা উত্তর কলকাতার প্রাণকেন্দ্র কফিহাউজ।

অভিযোগ, গতকাল বিকেলে কমলা রঙের ও মোদীপাড়া লেখা টি শার্ট গায়ে একদল যুবক কফি হাউজে ঢুকে এই ‘নো ভোট টু বিজেপি‘ পোস্টারে কালি লাগাতে থাকে। ছেঁড়াও হয় কিছু পোস্টার। পাশাপাশি মোদীপাড়া কর্মসূচির আহ্বায়করা জয় শ্রীরাম ধ্বনিও তুলতে থাকে হাউজের ভিতর। তবে সেখানে অন্যায় হতে দেখার পর হাত গুটিয়ে বসে থাকেনি উপস্থিত বামমনস্ক ছাত্রযুবরাও। তাঁরাও পাল্টা স্লোগান দিতে থাকে। কফিহাউজের সিঁড়িতে মুখোমুখি এই স্লোগানযুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

নেটদুনিয়ায় শোরগোল শুরু হয় এই ঘটনাকে কেন্দ্র করে। বিজেপির তরফে তেজিন্দর পাল সিংহ বাগ্গা কফি হাউজে এই গেরুয়া বাহিনীর আগ্রাসনের ভিডিওটি পোস্ট করেন। তিনিই এই কর্মসূচির মূল হোতা বলে জানা গিয়েছে। পাশাপাশি সোশ্যাল মাধ্যমে বিজেপি সমর্থকদের এই ‘হামলা’র ছবি ও ভিডিও ছড়িয়ে দেন বামমনস্ক ও বিজেপি বিরোধী ব্যক্তিরাও। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষই পুলিশে কোনও অভিযোগ জানায়নি বলে খবর।

প্রত্যক্ষদর্শীদের মত, সোমবার বিকেলে মোদীপাড়া লেখা টিশার্ট পরে জনা তিরিশেক যুবক কফিহাউজে ঢোকেন। কিছুক্ষণ পর তাঁরা বেরিয়েও যান। দেখা যায় দলটি সিঁড়িতে ওই নো ভোট টু বিজেপি পোস্টারে মার্কারের কালি লাগাচ্ছেন। দেখতে পেয়েই প্রতিবাদ শুরু করেন বাম ছাত্ররা। দু’পক্ষের স্লোগানে উত্তেজনা চরমে পৌঁছয়। বেশ কয়েকটি পোস্টার ছেঁড়া হয় এই সময়েই।

কলকাত্তাইয়া সংস্কৃতিচর্চার প্রাণভোমরা কফিহাউজে এ হেন তাণ্ডবে ক্ষুব্ধ শিল্প-সংস্কৃতিজগত। সূত্রের খবর, আজকেই এই গেরুয়া আগ্রাসনের বিরুদ্ধে একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছে কফিহাউজের সামনে। কোনও নির্দিষ্ট দল বা মঞ্চ নয়, সমাজমাধ্যমে এই জমায়েতটিতে আহ্বান করা হয়েছে যে কোনও পোস্টার বা প্ল্যাকার্ড নিয়ে কফিহাউজ চত্বরে জমা হতে। এদিকে গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, কফি হাউজে রোজ আসি। এভাবে এক পোশাক পরা লোকেদের পরিকল্পিত আগ্রাসন আগে দেখিনি। আসলে ওঁরা একটা বার্তা দিতে চাইছে যে যখন যেখানে খুশি এভাবেই শক্তিপ্রদর্শন করতে পারে।