নিজস্ব সংবাদদাতা: প্রথম ও দ্বিতীয় দফার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছে বিজেপি। দিন দুয়েক আগে পরবর্তী গেরুয়া তালিকায় তৃতীয় ও চতুর্থ দফার ৬৩টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ভোটের টিকিট পেয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অনেক টলিউড তারকাই। হিরণ, অঞ্জনা, পায়েল, যশ তনুশ্রী, বিজেপির প্রার্থী তালিকায় এ পর্যন্ত যে তারকাদের জ্বলজ্বল করতে দেখা গেছে, তাতে যে আরো কিছু বিখ্যাত নাম যুক্ত হবে তা সকলেরই জানা। কিন্তু পরবর্তী তালিকা প্রকাশের জন্য আর অপেক্ষা করতে পারলেন না টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজেই নিজেকে বিজেপির হবু প্রার্থী ঘোষণা করে বসলেন, চেয়ে নিলেন আগাম আশীর্বাদও।
পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার নাম। এদিন সেখানেই অশোক দিন্দার হয়ে প্রচারে গিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অনেক সহকর্মীদের নাম ইতিমধ্যে গেরুয়া প্রার্থী হিসেবে ঘোষিত হয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁর নাম ঘোষণা করা হয়নি। কিন্তু তিনি যে প্রার্থী হচ্ছেন এদিন আগে থেকেই তা জানিয়ে দিলেন অভিনেত্রী।ময়নার সভা থেকে উদ্দেশ্যে বললেন, “আমিও হয়তো খুব শিগগিরই একজন প্রার্থী হতে চলেছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন।”
এদিন ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার সমর্থনেও কথা বলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। “অশোক দিন্দা খুব মিষ্টি একজন মানুষ। এতদিন উনি আপনাদের খেলার মাঠে মনোরঞ্জন করেছেন। এবার আপনাদের পাশে থেকে কাজ করতে চান”, বলেন তিনি। শুধু তাই নয় এদিন পূর্ব মেদিনীপুরের সভায় গিয়ে নন্দীগ্রামের গেরুয়া প্রার্থী শুভেন্দু অধিকারীকে নিজের ‘রাজনৈতিক অভিভাবক’ হিসেবেও পেতে চেয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই এভাবে তা জানিয়ে দেওয়া কতটা যুক্তিসংগত? শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আচরণে উঠেছে প্রশ্ন।বিজেপির এক নেতা এ প্রসঙ্গে বলেন, “এটা দলের নিয়মবিরুদ্ধ কাজ। শ্রাবন্তী প্রার্থী হতেই পারে, কিন্তু সেটা প্রকাশ্য জনসভায় এভাবে ঘোষণা করা উচিত হয়নি।”