নিজস্ব সংবাদদাতা: ভারতের ‘ধর্মনিরপেক্ষতা‘ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, সম্প্রতি তিনি কম্বোডিয়ায় আঙ্কোর ভাট মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। গত শনিবার সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেখানে এক তরুণ গাইড নাকি তাঁকে বলেছিলেন, বৌদ্ধধর্মের সৃষ্টি হয়েছে হিন্দুধর্ম থেকে। যোগীর মতে, ভারতে কেউ একথা বললে ধর্মনিরপেক্ষ মতাদর্শে বিশ্বাসীরা আপত্তি করতেন।
এর পরেই তিনি বিতর্ক উস্কে দিয়ে বলেন, সারা বিশ্বে ভারতীয় ঐতিহ্যের কথা ছড়িয়ে পড়ার পক্ষে সবচেয়ে বড় বাধা হল ধর্মনিরপেক্ষতা। এই মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। তাঁর কথায়, “কম্বোডিয়ায় এক তরুণ জানে, সে একজন বৌদ্ধ। কোথা থেকে বৌদ্ধধর্মের উৎপত্তি হয়েছে তাও সে জানে। সে তার অনুভূতির কথা খোলাখুলি প্রকাশ করতে পারে। আপনি যদি ভারতে এই কথা বলেন, তাহলে অনেকের ধর্মনিরপেক্ষতা বিপন্ন হবে।”
উল্লেখ্য, গত শনিবার অযোধ্যা রিসার্চ ইনস্টিটিউটের তৈরি ‘গ্লোবাল এনসাইক্লোপিডিয়া অব রামায়ণ’ প্রকাশ করেন যোগী। ওই বইটি ই-বুক ফরম্যাটে প্রকাশ করা হয়েছে। সেই উপলক্ষ্যেই যোগী আদিত্যনাথ বলেন, ভারতের প্রাচীন ঐতিহ্য বিশ্ব জুড়ে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল সেক্যুলারিজম। যোগীর দাবি, সমাজের কয়েকটি অংশ সংকীর্ণ মনোভাব নিয়ে চলে। তাদের জন্য আমাদের দেশ তার ইতিহাস নিয়ে গর্ব করতে শেখেনি।
এরপর যোগী বলেন, “যারা নিজেদের স্বার্থে মানুষকে ভুল বোঝায়, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তারা কখনোই রেহাই পাবে না। যারা টাকা নিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে, তাদের শাস্তি দিতেই হবে।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতে, রামায়ণ, মহাভারত পড়লেই সবচেয়ে ভাল শিক্ষা হয়। হিন্দু পুরাণ পাঠ করলে দেশের উন্নতির পথনির্দেশ পাওয়া যায়। তিনি আরও বলেন, “এখনও অনেকে দাবি করে, প্রভু রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেননি। রাম জন্মভূমি আন্দোলন চলার সময় অনেক ইতিহাসবিদ নানা প্রশ্ন তুলেছিলেন। অনেকে এমনও বলেছিলেন, অযোধ্যায় রাম জন্মগ্রহণ করেননি। তাঁরা অযোধ্যাতেও বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছিলেন। এই মানসিকতাই কয়েকশ বছর ধরে ভারতকে তার প্রাপ্য গৌরব থেকে বঞ্চিত করেছে।”