নিজস্ব সংবাদদাতা: কয়েক সপ্তাহ আগে মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবতের উপস্থিতিতে ছড়িয়েছিল গুঞ্জন। সেই জল্পনাকে সত্যি করেই আজ রবিবারের মেগা ব্রিগেডে বিজেপিতে যাচ্ছেন ‘মহাগুরু’। গেরুয়া দলে তাঁর যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা। সরাসরি স্বীকার না করলেও এদিন মিঠুন চক্রবর্তীর কথায় সেই ইঙ্গিত ছিল স্পষ্ট।
রবিবারের ব্রিগেড কি যাচ্ছেন মিঠুন চক্রবর্তী? প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হাতে তুলে নেবেন গেরুয়া পতাকা? প্রশ্ন উঠছিল বারবারই। এদিন তা জিজ্ঞাসা করা হলে ব্রিগেড যাওয়ার কথা স্বীকার করে নেন অভিনেতা। সেই সঙ্গে গেরুয়া শিবিরে যোগ নিয়েও করেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তিনি বলেন,ব্রিগেডে বক্তব্য রাখব৷ কিছু তো নিশ্চয়ই হবে৷’’ অর্থাৎ পদ্ম শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনাকেই আরো জোরদার করলেন তিনি।
বস্তুত, গতকাল কলকাতার বেলগাছিয়ায় মিঠুন চক্রবর্তীর বাসভবনে অভিনেতার সঙ্গে দেখা করেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। দীর্ঘক্ষণ আলোচনার পর মহাগুরুর বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁর বিজেপিতে যোগদানের কথা একপ্রকার নিশ্চিত করেন কৈলাশ বিজয়বর্গীয়। ট্যুইটারে তিনি বলেন, “গতকাল ভারতীয় সিনেমার বিখ্যাত ব্যক্তিত্ব মিঠুন দার সঙ্গে কথা হল। ওঁর দেশপ্রেম, গরিবের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ।”
উল্লেখ্য, ব্রিগেড প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির সভা নিয়ে আজ কার্যত হটস্পট কলকাতা। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ ব্রিগেডে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঞ্চে থাকবেন মিঠুন চক্রবর্তীও৷ ব্রিগেডে বক্তব্য রাখার জন্য গতকালই শহরে এসেছেন তিনি। ব্রিগেড সমাবেশে যোগ দিতে গতকাল রাত থেকেই প্রতিটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা আসতে শুরু করেছেন৷ জয় শ্রীরাম ধ্বনিতে কার্যত মুখরিত ময়দান।