নিজস্ব সংবাদদাতা: শিয়রে ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন আসন্ন। কিন্তু দেশে জুড়ে যে হাতে গোণা কয়েকটি জায়গায় এখনও পর্যন্ত আধিপত্য বজায় রাখতে পেরেছে কংগ্রেস, সেখানে বিরোধীরা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ইতিমধ্যে পুদুচেরিতে নির্বাচনের আগেই কংগ্রেস সরকারের পতনও হয়েছে আস্থা ভোটে। এমতাবস্থায় দলীয় প্রচারের হাল ধরতে কোমর বেঁধে নেমেছেন রাহুল গান্ধী।
দলের হয়ে প্রচার করতে গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। বুধবার কেরালায় সমুদ্রবক্ষে জেলেদের সঙ্গে নৌকায় ঘুরছিলেন তিনি, আর তখনই ঘটান এমন কাণ্ড। আচমকা সঙ্গীদের সকলকে চমকে দিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে বসেন বছর পঞ্চাশের কংগ্রেস নেতা। তবে আচমকা এই আচরণের পিছনে গুরুতর কোনো কারণ নেই। নিছক মজার ছলেই জলে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। কেউ কেউ আবার ভোটের আগে প্রচারে একে রাহুল গান্ধীর নতুন “স্টান্ট” বলতেও দ্বিধা করছেন না।
ঠিক কী হয়েছিল এদিন? জানা গেছে, কেরালার মৎস্যজীবীদের জীবনযাত্রার পর্যালোচনা করতে বুধবার বাম শাসিত রাজ্যের কোল্লাম জেলায় মৎস্যজীবীদের মাঝে গিয়ে উপস্থিত হয়েছিলেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সেখানেই নৌকা ভ্রমণের সময় সকলকে চমকে দেন তিনি।মাছ ধরতে যখন জেলেরা জাল ছুঁড়ে দেন, তখনই কাউকে আগে থেকে কিছু না জানিয়ে জলে ঝাঁপ দেন রাহুল গান্ধী। প্রায় ১০ মিনিট জলে সাঁতার কেটে আবার পাড়ে উঠে আসেন তিনি।
কংগ্রেস নেতার এই আচরণে স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর সঙ্গীরা। ঘটনাস্থলে নৌকার মধ্যেই উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য কংগ্রেস নেতারা। ছিলেন অন্তত ২৩ জন জেলেও। এ প্রসঙ্গে রাহুল গান্ধীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জানিয়েছেন, “আমাদের কিছু না বলেই হঠাৎ ঝাঁপ দিয়েছিলেন উনি। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু উনি মজায় ছিলেন।অসাধারণ সাঁতার কাটতে পারেন রাহুলজি।”