নিজস্ব সংবাদদাতা- চাঞ্চল্যকর রায় দিয়ে নেপালের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সংসদের নিম্ন কক্ষ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অসাংবিধানিক। পাশাপাশি নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী প্রধানমন্ত্রীর সুপারিশ মতো সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিও খারিজ করে দেয় সে দেশের সর্বোচ্চ আদালত। আদালত তাদের রায়ে জানিয়েছে আজ সন্ধ্যে থেকেই নেপাল সংসদের নিম্ন কক্ষ পুনরায় বলবত হবে। এর পাশাপাশি আগামী ১৩ দিনের মধ্যে সংসদের নিম্নকক্ষের অধিবেশন ডাকার নির্দেশ দিয়েছে সরকারকে।
গত বছরের ২০ ডিসেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে ক্ষমতা হারানোর আশঙ্কায় সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সুপারিশ করেন রাষ্ট্রপতির কাছে। প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়ে ২০২১ সালের এপ্রিল ও মে মাসে নতুন করে নির্বাচনের কথা ঘোষণা করেন। এরপরই নেপালের শাসক দল নেপালি কমিউনিস্ট পার্টির মধ্যে অন্তরদ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রাক্তন মাওবাদী নেতা প্রচন্ডর নেতৃত্বে নেপালি কমিউনিস্ট পার্টির বাকি নেতারা একজোট হন।
নেপালি কমিউনিস্ট পার্টির প্রচন্ড নেতৃত্বাধীন শিবিরের পাশাপাশি নেপালি কংগ্রেস সহ বিরোধীরা সংসদের নিম্নকক্ষ ভাঙার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সে দেশের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। সংসদের নিম্নকক্ষ ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মোট ১৩ টি রিট পিটিশন সর্বোচ্চ আদালতের কাছে জমা পড়েছিল। সমস্ত আবেদনের শুনানির পর মামলার চূড়ান্ত রায় দেয় নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চোলেন্দ্র শামসের রানার নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। সংসদের নিম্নকক্ষ ভাঙার সিদ্ধান্ত খারিজ করে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ আদালত আগামী ১৩ দিনের মধ্যে নতুন করে সংসদের অধিবেশন ডাকার নির্দেশ দিয়েছে সরকারকে। পাশাপাশি গত ২০ ডিসেম্বরের পর থেকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বে নেপালের মন্ত্রিসভা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে তাও খারিজ করে দিয়েছে সে দেশের সর্বোচ্চ আদালত।
নেপাল বিশেষজ্ঞদের মতে সে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের ফলে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সম্ভবত প্রধানমন্ত্রীর পদ হারাতে চলেছেন। কারণ প্রচন্ডের নেতৃত্বে নেপাল কমিউনিস্ট পার্টির একাংশ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেবে সংসদে। সে ক্ষেত্রে ওলির হার একরকম নিশ্চিত বলেই দাবি তাদের।