নিজস্ব সংবাদদাতা- বিধানসভা ভোটের আগে আজ থেকে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘মা’। এই প্রকল্পের অধীনে গরীব ও দুঃস্থ মানুষদের প্রতিদিন দুপুর বেলা মাত্র ৫ টাকায় ডিম ভাত খাওয়ানো হবে। এর পাশাপাশি ডাল ও একটি করে সব্জির তরকারি থাকবে বলেও জানা গিয়েছে। আপাতত কলকাতা পৌরসভার অন্তর্গত ১৬ টি বোরোর প্রতিটিতে একটি করে এই ক্যান্টিন খোলা হবে।
মুখ্যমন্ত্রীর নবান্ন থেকেই ডিজিটাল পদ্ধতিতে মা ক্যান্টিনের পথ চলা শুরু করবেন আজ দুপুরে। সরকারি সূত্রে জানা গিয়েছে যেকোনো সময় এই ক্যান্টিনে হাজির হলে খাবার পাওয়া যাবে না, প্রতিদিন দুপুরে নির্দিষ্ট সময়ে ক্যান্টিনে হাজির হয়ে লাইন দিয়ে ৫ টাকার বিনিময়ে খাবার সংগ্রহ করতে হবে। আপাতত কলকাতা পুরসভা এলাকায় মা ক্যান্টিনের প্রচলন হলেও আগামী দিনে রাজ্যের সর্বত্র এর পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
যদিও রাজ্যের বিরোধী দলগুলি মা ক্যান্টিন প্রসঙ্গে জানিয়েছে ঠিক ভোটের মুখে এটির পথচলা শুরু করে রাজনৈতিক চমক সৃষ্টির চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। ভোট মিটে গেলে আদৌ এই পরিষেবার অস্তিত্ব থাকবে কিনা তা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন।
প্রসঙ্গত লকডাউনের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের পক্ষ থেকে শ্রমজীবী ক্যান্টিন গড়ে তোলা হয়। এই ক্যান্টিনগুলিতে কোথাও ২০ টাকা কোথাও ১০ টাকার বিনিময়ে সাধারণ মানুষ পেট ভরা খাবার সংগ্রহ করতে পারেন। মূলত সাধারণ মানুষের সাহায্যের টাকায় ক্যান্টিনগুলি চলছে। রাজ্য সরকারের ঘোষণা করার পর বাম দলগুলির পক্ষ থেকে বলা হয় এটি তাদের পদক্ষেপের নৈতিক জয়। কারণ তাদের লক্ষ্য ছিল সরকারের ওপর চাপ সৃষ্টি করে সাধারন খেটে খাওয়া মানুষের জন্য এরকম কোনো পদক্ষেপের কথা ঘোষণা করতে বাধ্য করা। সে দিক থেকে দেখতে গেলে তাদের উদ্দেশ্য সফল হয়েছে বলে দাবি।
কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার তার ওয়ার্ডের অন্তর্গত দেশপ্রিয় পার্ক অঞ্চলে প্রতিদিন সাধারণ মানুষের সাহায্যের জন্য এ রকমই একটি ক্যান্টিন চালান। সেখানে ১০ টাকার বিনিময়ে অবশ্য নিরামিষ খাবার পাওয়া যেত। মা প্রকল্পের ঘোষণার কথা জেনে নিজের উচ্ছ্বাস গোপন করেননি দেবাশিস বাবু। তিনি আশা প্রকাশ করেছেন আগামী দিনে কলকাতা পুরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে একটি করে মা ক্যানটিন খোলা সম্ভব হবে।