নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপের আঁচ ক্রমেই উর্দ্ধমুখী। এক দিকে যেমন গত লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে মসনদ দখলের লড়াইয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। নির্বাচন যতই এগিয়ে আসছে পাল্লা দিয়ে ততই বাড়ছে আক্রমণ প্রতি-আক্রমণের খেলা। এদিন আরো একবার সেই উত্তাপেরই সাক্ষী থাকল হুগলি।

বিজেপি নেতা সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডলের তৃণমূলে যোগদান নিয়ে বেশ কিছুদিন আগে পর্যন্তও জারি ছিল তরজা। স্বামীর বিরুদ্ধে গিয়ে এই রাজনৈতিক রংবদলকে নিঃসন্দেহে নজিরবিহীন হিসেবেই দেখেছে বাংলা। সদ্য তৃণমূলে যোগ দেওয়া এই নেত্রীই এবার দলীয় এক জনসভা থেকে তীব্র আক্রমণ শানালেন শাসকদল থেকে বিজেপিতে যাওয়া আর এক নেতা শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রকে ‘ফুলকো লুচি’ বলে কটাক্ষ করলেন তিনি।

13 22 46 images
The indian express

বৃহস্পতিবার হুগলির গুড়াপে তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডল। বেহালার পদ্ম শিবিরের নেতা শোভন চট্টোপাধ্যায়কে সেখান থেকেই আক্রমণ করেন তিনি। কটাক্ষ করে বলেন, “একজন ফুলকো লুচি আছেন, কলকাতার প্রাক্তন মেয়র মিস্টার চট্টোপাধ্যায়। আর তাঁর ৬০ বছর বয়সে ভীমরতি হয়েছে বউ, বাচ্চা, সংসার, মন্ত্রিত্ব সব ফেলে অন্যের বউকে হরণ করে আনল।” শোভন চট্টোপাধ্যায়ের “গাল গুলো ফুলকো লুচির মতো” বলেই যে তাঁর জন্য এই বিশেষণ ব্যবহার করছেন তাও জানান সুজাতা মন্ডল। ঘাসফুল নেত্রীর এই রসিক কটাক্ষে সভাস্থলে উপস্থিত জনতার মধ্যে ওঠে হাসির রোল।

শোভন
Scroll.in

শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সুজাতা মন্ডল। তিনি বলেন, “নারদ ঘুষের টাকায় কেনা ভরি ভরি গয়না, দামি দামি শাড়ি পরে নির্লজ্জের মতো ঘুরে বেড়ান মিসেস ব্যানার্জী।” এরপর জনতার উদ্দেশ্যে তাঁর আর্জি “ঘর ভাঙানি জালি পার্টিকে কেউ ভোট দেবেন না।”