নিজস্ব সংবাদদাতা- সরকারি অনুষ্ঠানের বিরিয়ানি খেয়ে ১৪৫ জনকে হাসপাতালে ভর্তি হতে হল। ঘটনাটি ঘটেছে অসমে। গত মঙ্গলবার কার্বি আলং জেলার দিফু মেডিকেল কলেজে এমবিবিএস পাঠক্রমে ছাত্র ভর্তির সূচনা অনুষ্ঠানের উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ওই অনুষ্ঠানেই উপস্থিত সবাইকে খাবারের প্যাকেট হিসাবে বিরিয়ানি দেওয়া হয়। সেই বিরিয়ানি খাওয়ার পরেই এই বিপত্তি ঘটে।
বিরিয়ানি খাওয়ার পর প্রবল শারীরিক অসুস্থতা নিয়ে ১৪৫ জন স্থানীয় হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৮ জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও ১১৭ জন হাসপাতালে ভর্তি আছেন, তাদের চিকিৎসা চলছে। সরকারি সূত্রে জানা গিয়েছে অসুস্থরা প্রত্যেকেই পেটে ব্যথা এবং বমির লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ব্যক্তি মঙ্গলবার রাতে মারা যান। তবে তার মৃত্যু বিরিয়ানি খাওয়ার জন্য হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করে প্রশাসন কিছু জানাতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই এই বিষয়ে নিশ্চিতভাবে জানতে পারা সম্ভব হবে।
ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ খাদ্যে বিষক্রিয়ার কারণেই এত জন অসুস্থ হয়ে পড়েছে। অনেকেরই ধারণা বিরিয়ানি থেকেই বিষক্রিয়া ঘটেছে। কার্বি আলংয়ের ডেপুটি কমিশনার এনজি চন্দ্রধ্বজ সিংহ জানিয়েছেন গোটা ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে বিরিয়ানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য।
অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন। তিনিও মঙ্গলবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ব শর্মা বলেন, “ঐদিনের অনুষ্ঠানের বিরিয়ানি আমিও খেয়েছিলাম। বাড়ি এসে খুবই অসুস্থ হয়ে পড়ি, যদিও এখন ভালো আছি।” মঙ্গলবার দিফু মেডিক্যাল কলেজের এই অনুষ্ঠানে প্রায় আট হাজার জন উপস্থিত ছিলেন। তাদের সবাইকেই বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।