নিজস্ব সংবাদদাতা- আমরা হামেশাই দেখি প্রশাসনকে কোনো বিষয় সম্বন্ধে অভিযোগ বা অনুরোধ করেও লাভের লাভের লাভ কিছু হয়না। কিন্তু এই ঘটনার ব্যতিক্রম দেখা গেল ওড়িশায়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে হওয়া টুইটগুলি এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে এক ক্লাস সেভেনে পড়া ছাত্রের একটি মাত্র ট্যুইটের পর স্থানীয় প্রশাসন সমস্যাটি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করে পরে এই সংক্রান্ত ছবি ও টুইটগুলি ভাইরাল হয়েছে।
ভুবনেশ্বরের সাই অন্বেশ প্রধান ভুবনেশ্বরের এমবিএস পাবলিক স্কুলের ক্লাস সেভেনে পড়ে। সে প্রতিদিন সকালের মো (MO) বাস ধরে স্কুলে ঠিক সকাল ৭:৩০ এর মধ্যে ঢুকে যেত এতদিন। কিন্তু ক্যাপিটাল রিজিয়ন আরবান ট্রান্সপোর্ট সংস্থা বাসের সময়সূচী পরিবর্তন করে ওই রুটে সকাল ৭:৪০ এ প্রথম মো বাসটি ছাড়ার কথা ঘোষণা করে। এরপরই সাই অন্বেশ প্রধান টুইট করে ক্যাপিটাল রিজিওন আরবান ট্রান্সপোর্টের প্রধান তথা আইপিএস অফিসার অরুন বোথরাকে গোটা ঘটনাটি জানায়। তারপরই মুশকিল আসানের মতোই মো বাসের নতুন সময়সূচি ঘোষণা করা হয় ক্যাপিটাল রিজিওন আরবান ট্রান্সপোর্টের পক্ষ থেকে।
প্রসঙ্গত মো বাস হলো ওড়িশার সরকারি বাস সার্ভিস। প্রতিদিন প্রায় ৩০০ টি মো বাস ওড়িশায় চলাচল করে। আর ক্যাপিটল রিজিয়ন আরবান ট্রান্সপোর্ট হল ভুবনেশ্বর কেন্দ্রিক রাজ্য সরকার নিয়ন্ত্রিত একটি পরিবহন সংস্থা।
সাই অন্বেশ টুইটে তার সমস্যার কথা জানানোর পর পাল্টা টুইট করে আইপিএস অফিসার অরুণ বোথরা জানান তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। এর পরের দিনই তিনি টুইট করে সমস্যার সমাধানের কথা ক্লাস সেভেনে পড়া সাই অন্বেশ প্রধানকে জানিয়েছিলেন। পরের আরেকটি টুইটে দেখা যায় মো বাসে করে আবার আগের মতোই স্কুলে যাচ্ছে এই কিশোরটি।
ওই টুইটে অরুণ বোথরা লেখেন আমাদের কর্মীরা সাই অন্বেশের সঙ্গে ছবি তোলার জন্য উদগ্রীব হয়েছিল। তারা আজ ঠিক সময়ে বাসে দেখতে পেয়ে ওই কিশোরের সঙ্গে ছবি তোলে।
তাহলে আপনি কি ভাবছেন, এরপর থেকে কোনো সমস্যায় পড়লে এই প্রক্রিয়া অবলম্বন করে দেখবেন নাকি একবার?