বিস্ফোরক মন্তব্য করে বিরোধীদের অভিযোগে সীলমোহর দিলেন সাক্ষী মহারাজ। বিজেপির এই লোকসভা সংসদ আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন বিহার নির্বাচনে জিততে তাদের সাহায্য করেছেন আসাদুদ্দিন ওয়াইসি! সেইসঙ্গে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ওয়াইসির ভূমিকা তাদের কাজে লাগবে বলেও সোজাসুজি জানিয়েছেন তিনি।
আসাদউদ্দিন ওয়াইসি ও তার রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিন তাদের কাছে কত গুরুত্বপূর্ণ তা বোঝাতে গিয়ে সাক্ষী মহারাজ বলেন, “ভগবানের কাছে প্রার্থনা করি তিনি ওয়াইসিকে যেন আরও শক্তি দেন, যাতে বিহারের মতোই পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের নির্বাচনেও তিনি আমাদের সাহায্য করতে পারেন!”
প্রসঙ্গত বিহার বিধানসভা নির্বাচনের পরেই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই হায়দ্রাবাদ থেকে উড়ে এসে বিহারের ভোটে প্রার্থী দিয়েছিলেন এই মুসলিম নেতা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করার পর এ রাজ্যের তৃণমূল নেতৃত্ব বারবার আসাদুদ্দিন ওয়াইসিকে নিশানা করেছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বলেন বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে এই সাম্প্রদায়িক দলটি। এক্ষেত্রে হিসাব হল বিজেপি বিরোধী সংখ্যালঘু ভোটের ওপর ভাগ বসিয়ে বিজেপির জেতার রাস্তা পরিষ্কার করে দেয় আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন দল মিম।
এদিকে আজ উত্তরপ্রদেশ সফরে গিয়ে ওয়াইসি দাবি করেন উত্তরপ্রদেশে যখন সমাজবাদী পার্টির সরকার ছিল তখন তিনি ১২ বার ওই রাজ্যে নিজের দলের প্রচারে আসবেন ঠিক করেও তৎকালীন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অনুরোধে শেষ পর্যন্ত আর আসেননি। তবে এবারে যে তিনি বেশ কোমর বেঁধে উত্তরপ্রদেশের রাজনীতিতে পা রাখতে চলেছেন তা তার সফরসূচির মধ্য দিয়েই পরিষ্কার হয়ে গিয়েছে। সেই রাজ্যে তিনি সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভরের সঙ্গে জোট বেঁধেছেন। এ ছাড়াও আরও বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে ২০২২ সালের উত্তরপ্রদেশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়ে দিয়েছেন হায়দ্রাবাদের এই মুসলিম নেতা।