নিজস্ব প্রতিবেদন : করোনা মহামারীর আবহে অনিশ্চিত ছিল কলকাতা বইমেলা। ৬ই জানুয়ারি পাবলিক অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কার্যনিবার্হী মিটিং-এ স্থির হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কলকাতা বইমেলা।
সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে ও সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের সাক্ষরিত চিঠিতে বুক সেলার্স গিল্ড জানিয়েছেন যে এই করোনা পরিস্থিতিতে বইমেলা করা সম্ভবপর না। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিটিং এ। চিঠিতে বলা হয়েছে যে ২০২১ সালে কবে কখন বইমেলা হবে তা বুকসেলার্স গিল্ড জানাবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বইমেলার পরিকল্পনা নেই।
দেশের সর্ববৃহৎ বইমেলায় প্রতিদিন প্রায় লক্ষ বইপ্রেমীর সমাগম ঘটে। তাদের সুরক্ষিত বই প্রাঙ্গন দেওয়া দূরহ। করোনা বিধি মেনে বইমেলা করা সম্ভবপর নয় তা জেনেও আশার আলো খুঁজছিল বইপ্রেমীরা। আজকের নোটিশে সিলমোহর পড়ে স্পষ্ট হল বইমেলা হচ্ছে না এখনই।
শীতকালীন বইমেলা বাঙালির আবেগ। বাঙালির আবেগের সাথে সাথেই বই বিক্রেতাদের মাথায় হাত। বইমেলার আগে লকডাউনে চূড়ান্ত ক্ষতি হয়েছে। এরপর বইমেলা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে চলেছে হাজারো বইব্যবসায়ী ও প্রকাশনা সংস্থা।
[…] এর সংক্রমণ দেখা গেছে। হিমাচলে কিছু পরিযায়ী পাখি ও কেরলে হাঁস- মুরগীতে বার্ড ফ্লু […]
[…] আবেদনে বলা হয়েছে সরকার টাকা দিয়ে বিগ বি -এর কন্ঠ ব্যবহার করে সচেতন করছে ঠিকই […]