আজকালকার মানুষ জন্য বিনোদনের জন্য খুঁজে নিয়েছে নানান মাধ্যম, অভিনয় যার মধ্যে অন্যতম। সিনেমা, নাটক, খেলাধুলো, ফ্যাশন, খাওয়াদাওয়া, আড্ডা এ সমস্তই তো আজকের প্রজন্মের কাছে ভীষণভাবে ‘ইন’। আর এর প্রতিটি মাধ্যমের সঙ্গে যুক্ত সফল মানুষজনের প্রতি মুগ্ধতাও আমাদের একটু বেশি রকমই জোরালো। আর সেটা আরও বেশি বেড়ে যায় যখন এর মধ্যে কোনও একটি প্ল্যাটফর্মে ভীষণভাবে জনপ্রিয় কেউ এসে দাঁড়ান অন্য একটি মাধ্যমের মুখোমুখি। খেলাধুলো আর সিনেমার জগতের জন্য এটা ভীষণরকম সত্যি। এরকম বহু জনপ্রিয় খেলোয়াড় রয়েছেন কোনও না কোনও সময়ে যাঁরা অভিনয় করেছেন সিনেমাতেও।
অবাক হয়ে যেতে হয় এই ব্যপারটা ঠাহর করলে যে খেলার জগতে চূড়ান্ত পরিশ্রম করা এই মানুষেরা আবার ক্যামেরার সামনেও ভীষণ সাবলীল। অন্য নামে আরেকজনের ভূমিকায় সংলাপ বলে যেতে এঁদের বিশেষ আড়ষ্টতা দেখা যায় না মোটেই। কিংবদন্তী কোনও কোনও খেলোয়াড় আবার কখনও কখনও সুযোগ পান স্বনামেই অভিনয় করার। সে তো অন্যরকম ভাবে উপভোগ্য। তাহলে এবার জেনে নেওয়া যাক এমন ক্রীড়াবিদদের মধ্যে কয়েকজনের কথা-
মাইক টাইসন ঃ
একসময়ের সবচাইতে বিখ্যাত বক্সার মাইক টাইসন তাঁর বক্সিং কেরিয়ারে নক আউট করেছিলেন চুয়াল্লিশ জনেরও বেশি দুর্ধর্ষ প্রতিপক্ষকে। বক্সিং ছেড়ে দেওয়ার পর একাধিকবার তাঁকে দেখা গিয়েছে রূপোলী পর্দায়। ‘দ্য হ্যাংওভার’ সিনেমায় তাঁর করা চরিত্রটির জন্য তিনি সবচাইতে বেশি সমাদৃত হয়েছেন।
মাইকেল জর্ডান ঃ
– বিশ্ববিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান শিকাগো বুলস থেকে ছ’টি খেতাব অর্জন করেছিলেন। এই মানুষটি সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের মধ্যে অন্যতম। অভিনেতা হিসেবেও কিন্তু তিনি অত্যন্ত সফল। ‘স্পেস জ্যাম’ সিনেমায় এঁকে দেখা গিয়েছিল বাগস বানির সঙ্গে একজোট হয়ে রাক্ষসদের সঙ্গে লড়াই করতে।
ডোয়ান জন্সন ঃ
– সারা পৃথিবী জুড়ে সিনেমাপ্রেমীদের কাছে এই মানুষটি আজ পরিচিত ‘দ্য রক’ নামে। বলাই বাহুল্য অভিনেতা হিসেবে ডোয়ান জন্সন তাঁর খেলোয়াড় জীবনের থেকে অনেকগুণ বেশি সফল। তাই বেশিরভাগ লোকই জানে না এই কথাটা যে অভিনেতা হবার আগে এই মানুষটি WWE এর এক পরিচিত মুখ ছিলেন। বহু প্রতিপক্ষকে হারিয়েছিলেন তিনি।
অজয় জাদেজা ঃ
প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা নিজের অভিনয়প্রতিভা দিয়েও মুগ্ধ করেছিলেন ভারতবাসীদের। কিছু বিতর্কের ফলে ক্রিকেটজীবন শেষ হয়ে যাবার পর তিনি পা রাখেন বলিউডে। ২০০৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম অভিনীত ছবি ‘খেল’।
আর্নল্ড শোয়ার্জনেগার ঃ
– পৃথিবীবিখ্যাত ‘দ্য টার্মিনেটর’ হবার অনেক আগে আর্নল্ড শোয়ার্জনেগার ছিলেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়ন। চারবার মিস্টার ইউনিভার্সের খেতাবও জিতেছিলেন এই মানুষটি। কিন্তু ক্রীড়াবিদ হিসেবে নয়, আর্নল্ড আমাদের মন জয় করে নিয়েছেন তাঁর অসামান্য অভিনয় প্রতিভা দিয়েই।
জনি ওয়েসমুলার ঃ
এই মানুষটিকে আজ আমরা চিনেছি টারজান দ্য এপ ম্যান’এর মূল চরিত্র হিসেবে। ইনি কিন্তু তাঁর সময়ের বিখ্যাত ওয়াটার পোলো খেলোয়াড় ছিলেন। এমনকি পাঁচবার স্বর্ণপদক পর্যন্ত জিতে নিয়েছিলেন জনি ওয়েসমুলার। তাঁর অভিনয় জীবনও তাঁর ক্রীড়াবিদ জীবনের মতনই বর্ণময়।
লিয়েন্ডার পেজ ঃ
ভারতীয় টেনিসের সর্বকালের সেরা খেলোয়াড় হলেন লিয়েন্ডার পেজ। তেরোবার গ্র্যান্ড স্ল্যাম জেতা এই মানুষটিকেও কিন্তু দেখা গিয়েছে রূপোলী পর্দায়। ‘রাজধানী এক্সপ্রেস’ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তাঁর কাছে এমনকি হলিউড থেকেও অভিনয়ের অফার এসেছে বলেই জানা গিয়েছে।
ব্রেট লি ঃ
অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা বোলার ও একসময়ের প্রতিপক্ষের ত্রাস ব্রেট লি ক্রিকেটজীবন থেকে অবসর নেবার পর শুরু করেছেন তাঁর অভিনয়জীবন। সুপুরুষ এই খেলোয়াড় তাঁর প্রথম ডেবিউ কিন্তু করেছিলেন বলিউডের সিনেমা দিয়েই।
দারা সিং ঃ
চওড়া কাঁধের এই পাঞ্জাবি অভিনেতাকে ভারতবাসী আজও মনে রেখেছে। এই মানুষটি কিন্তু ভারতবর্ষের কিংবদন্তি কুস্তিগিরদের মধ্যে একজনও ছিলেন। রামানন্দ সাগরের ‘রামায়ণ’এ হনুমানের আইকনিক রোল করেছিলেন ইনি। ওয়ার্ল্ড রেস্লিং চ্যাম্পিয়নের খেতাব পাওয়া দারা সিং ফিল্মে অভিনয়ও করে গিয়েছেন দাপটের সঙ্গেই।
সচিন টেন্ডুলকর ঃ
ক্রিকেটপ্রেমী বিশ্ববাসীর সামনে সচিন টেন্ডুলকরের পরিচয় নতুন করে দেবার দরকার নেই। ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার কিন্তু একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন। ক্যামিও চরিত্র তো রয়েছেই, সেই সঙ্গে নামভূমিকায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নিজের বায়োপিকেও। ভবিষ্যতেও তাঁকে রূপোলী পর্দায় দেখতে পাবার সম্ভাবনা রয়েছে।
এই দশজন ছাড়াও সারা বিশ্বের এরকম বহু খেলোয়াড় রয়েছেন যাঁদের উল্লেখযোগ্য কাজ দেখা গিয়েছে ফিল্মেও। গ্ল্যামারের দুনিয়ায় মানিয়ে চলতে এঁরা কেউই যে কোনও অংশে কম যান না, তা প্রমান হয়ে গিয়েছে একাধিকবার। যে রাঁধে সে চুলও বাঁধে- এই প্রবাদ যে একশ ভাগ খাঁটি এঁরা তাঁর জ্বলন্ত উদাহরণ। অলরাউন্ডার এঁদেরই বলে!
পাঠকেরা এঁদের মধ্যে সেরা হিসেবে কার কথা ভাবছো? এঁদের মধ্যে তোমার কাকে সবচেয়ে পছন্দ যিনি খেলার দুনিয়ার সঙ্গে সঙ্গে পর্দাতেও ভেল্কি দেখিয়েছেন ? তোমাদের চয়েস জানাও আমাদের কমেন্ট সেকশনে আর প্রতি সপ্তাহে জিতে নাও আকর্ষণীয় পুরস্কার।