অজানা মহাবিশ্বের কিছু চোখ ধাঁধানো দৃশ্য ~
মহাজগতের এই অতিক্ষুদ্র কোন তুলনীয় পৃথিবীতে যে কত সহস্র আশ্চর্য্য দৃশ্যের সমাহার নিয়ে গঠিত তার অন্ত নেই এবং এই জিনিস গুলোর অধিকাংশই এতো তাই অবিশ্বাস্য প্রকৃতির যে বাস্তবে এগুলোর সংস্পর্শে না এসে এগুলোর ব্যাপারে বিশ্বাস করা অসম্ভব হয়ে ওঠে।আজ সেরনি কিছু আশ্চর্য্য জনক বিষয়বস্তুর ব্যাপারে আলোচনা করবো যা আপনার মন কে একবার হলেও এগুলো দেখবার বা এগুলিকে সামনে থেকে উপলব্ধি করার অনুভূতি সৃষ্টি করবেই।তো চলুন শুরু করা যাক।
ভলকানিক লাইটনিং:-
নাম শুনেই বোঝা যাচ্ছে খানিক টা ব্যাপারটা কীরকম।ঠিক ই ধরেছেন। তবে এখানে আগ্নেও-গীরির সেরোম ভূমিকা নেই ভূমিকা বলতে আগ্নেও গিরি থেকে উৎপন্ন ধোয়া র। বিজ্ঞানীদের মতে এটিকে তারা “ডার্টি থান্ডার স্টর্ম” বলে নামকরণ করেছেন। বিশেষত বিভিন্ন কুখ্যাত দ্বীপপুঞ্জে সংগঠিত ঝড়ের সময় এটির সৃষ্টি হয়। অগ্নেও গিরি থেকে উৎপন্ন ধোয়ার মধ্যে থাকা ধূলিকণা, ছাই ইত্যাদির সাথে বাতাসের জলীয় বাষ্প এর সংঘর্ষের মাধ্যমে সৃষ্টি হয় এই বিশেষ চোখ ঝলকানি কর দৃশ্য,যেখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গের রং অনেক টা হলুদাভ লাল হয় সেজন্যই এই বিশেষ নামকরণ এনার।
আব্রাহাম লেকের বরফ বাবল:-
অ্যালবার্ট কানাডা এর আশ্চর্যময় তার এক অন্যতম পিঠস্থান।বিভিন্ন চোখধাঁধানো দৃশ্য র সমাহার পাওয়া যায় এখানে ।এই বরফ বাবেল ও তার মধ্যে অন্যতম।এই আব্রাহাম লেক এর জল প্রায় সারাবছর ই বরফ জমে থাকে ,উপরের স্তর এ বরফ থাকলেও,নিচে কিন্তু তরল জল মাঝে মধ্যে বিষেওত গ্রীষ্ম কালে থাকে,শীতকালে যখন উষ্ণতা হিমাঙ্কের নিচে চলে যায় তখন সমস্ত লেক e বরফ জমে গেলে, জলের নিচে থাকা ডুবে যাওয়া জিবজ বস্তু গুলোর সাথে জলমধ্যস্ত ব্যাকটেরিয়ার ডি- কম্পোজিশন এর ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয় এই মিথ্যেন গ্যাস ই ছোট ছোট বুদবুদ এর আকারে উপরে উঠতেই, উঠে জমে বরফ এর আকার ধারণ করে ও এক আশ্চর্যজনক বস্তু সৃষ্টি করে।
অস্ট্রেলিয়ার হিলিয়ের পিঙ্ক লেক:-
অবিস্মরণীয় এই লেক এর দৃশ্য যা আপনার চোখ এ আলোড়ন সৃষ্টি করতে বাধ্য করবে ।সাধারণত সবুজ, বাদামি, অথবা লালচে রঙের জলাশয় আমরা আশেপাশে দেখতেই থাকি কিন্তু এই গোলাপী রঙের লেক দেখলে মনে হবে যেন কোনো বড়ো চুইং গাম এর জলাশয়।স্বভাবতই গোলাপী রঙের এই লেক এর রহস্য কোনো আলকিয় জাদু নয় বরং অন্য কিছু তবে এর প্রকৃত কারণ কি টা বিজ্ঞানীরা আজও সমাধানের উদ্যেশ্যে রয়েছে।
পর্যবেক্ষন এ জানা গেছে এই লেক এর জল সাধারণ সমুদ্রের জলের তুলনায় প্রায় ১০ গুন বেশি লবণাক্ত ।এতটা লবণাক্ত হওয়ার কারণে এই ধরনের অতিমাতৃক লবণাক্ত জলে এক বিশেষ প্রজাতির শৈবাল ওরফে শেওলার বংশবৃদ্ধি অতি মাত্রায় হয়ে থাকে ।এই ক্ষুদ্রাতিক্ষুদ্র আনুবিক্ষ্যনিক শৈবাল দের দেহ নিঃসৃত এক বিশেষ ধরনের গোলাপী রঞ্জক ই এই বৃহাদকার রহস্যময় লেক এর গোলাপী রঙের কারণ বলে কিছু কিছু বিজ্ঞানীরা মনে করেন ।তবে এই অনুমান কতটা সত্য আর কতটা নোয় সে বিষয়ে কোনো নিশ্চয়তা এখনও নেই।