2020 সালের বলিউড :


2020 সালের নয় মাসের কিছুটা বেশিই কেটেই গিয়েছে। বাকি আর মাত্র দু-আড়াই মাস। কিন্তু এই বছরকে আজীবন সবাই মনে রাখবে অতিমারীর বিভীষিকার জন্যেই। সারা পৃথিবীতে এমনভাবে কোনও একটি রোগ এমনভাবে থাবা বসায়নি গত একশ বছরেও। বহু মানুষ মারা গিয়েছেন, ক্ষতি হয়েছে অনেক দিক থেকেই। আর্থিক অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছে পৃথিবীর অধিকাংশ মানুষই। এর প্রভাব পড়েছে বিনোদন জগতেও। ভারতবর্ষের বিনোদনের রাজধানী মুম্বাই, সেখানকার বলিউড ইন্ডাস্ট্রির জন্য 2020 বছরটি এযাবৎকালের সবচাইতে খারাপ বছর হিসেবে মনে করা যেতেই পারে। অনেক কারণও আছে এর পিছনে…

● খোঁজ করলে প্রথমেই আমরা দেখতে পাব যে এই বছরে বলিউডের বহু মানুষ মারা গিয়েছেন। সুশান্ত সিং রাজপুতের বহু চর্চিত মৃত্যু ছাড়াও বহু তাবড় সেলিব্রিটিই এই বছর শেষ নিঃশ্বাস ফেলেছেন। অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খান, সংগীতশিল্পী ওয়াজিদ খান, বিখ্যাত চিত্র পরিচালক বাসু চ্যাটার্জী, কোরিওগ্রাফার সরোজ খান, বিখ্যাত কৌতুকাভিনেতা জগদীপ জাফরি, কে নেই এই তালিকায়!

বলিউড
z1



●মার্চ মাস থেকেই বিনোদন জগতের সমস্ত কাজকর্ম বেশ অনেকগুলো দিন বন্ধ হয়ে ছিল। ছোটখাটো দৈনিক কাজ করে যাঁরা আয় করেন, টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, প্রোডাকশনের বিভিন্ন কর্মী বেশ কিছু দিন কাজের অভাবে থেকে ক্রমশ অন্য জীবিকা খুঁজে নিয়েছে, কেউ কেউ আবার শহর ছেড়ে চলেও গেছেন। ফলে তাঁদের অনুপস্থিতিতে ধাক্কা খাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি।

●বহু সিনেমা ও সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছে তৈরি হওয়া ছবি রিলিজের সবরকম প্রক্রিয়াও। এর ফলে চরম আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে বলিউডে। তাবড় প্রোডিউসারদের ক্ষতি হয়ে গিয়ে কোটি কোটি টাকার। যার ফলে সমস্ত বিনোদন জগতের জন্যেই এই ধরনের ঘটনা নানা নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে চলেছে।

● সম্প্রতি অনেকদিন বন্ধ হয়ে থাকার পর বলিউডে সিনেমা ও সিরিয়ালের শুটিং আবার শুরু হলেও মানতে হচ্ছে একাধিক বিধিনিষেধ। অভিনেতা ও অন্যান্য কর্মীদের নানান নিয়মকানুন ফলো করেই কাজ করতে হচ্ছে। ফলে শৈল্পিক দিক থেকে মার খাচ্ছে সমস্ত রকম নির্দেশনাই। একটা নির্দিষ্ট বয়সের নীচে ও বিশেষ এক বয়সসীমার উপরের মানুষেরা এই কাজে যোগ দিতেও পারছেন না। ফলে অনেক চরিত্রাভিনেতা কাজ পাচ্ছেন না। আর কাজটিও সর্বাঙ্গসুন্দর হয়ে উঠতে পারছে না। বলিউডের বহু প্রজেক্ট মুখ থুবড়ে পড়েছে ইতিমধ্যেই।

সম্প্রতি নানান পুলিশি অনুসন্ধানে পাওয়া গিয়েছে বলিউডে সচল একটি মাদকচক্রের সন্ধান। শোনা যাচ্ছে বেশ অনেক দিন ধরেই নাকি এই চক্রের সঙ্গে জড়িত অনেক নামিদামি ব্যক্তিত্ব। তদন্তে উঠে এসেছে জনপ্রিয় অনেক অভিনেতা, পরিচালক, প্রোডিউসারের নামও। ফলে ইন্ডাস্ট্রির বদনাম হওয়া এরপর আটকানো সম্ভব হচ্ছে না। রুপোলি জগতের মায়াবী হাতছানিকে ভয় পেতে শুরু করেছে মানুষজন। তাছাড়াও বলিউডে সচল পরিবারতন্ত্র অনেক নবাগত প্রতিভাকেই দমিয়ে রাখছে এমন কুৎসাও রটেছে। ফলে বিনোদন জগতের অন্ধকার দিক এই বছর মানুষকে অনেকটা বিনোদনবিমুখ করে দিয়েছে।

●মুম্বাই বলিউডের প্রাণকেন্দ্র। আর করোনার বিষাক্ত থাবা মুম্বাইয়ের বহু মানুষকে পর্যুদস্ত করে ফেলেছে ইতিমধ্যেই। মৃত্যুর হারও বেড়ে চলেছে দ্রুতগতিতেই। ফলে বিনোদনমূলক কোনও কাজে যোগ দিতেও মানুষ ভীষন ভয় পেয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে করোনা আটকানোর জন্য যেসব ব্যবস্থা চারদিকে নেওয়া হচ্ছে কোনোটাই সম্পূর্ণ নিশ্ছিদ্র হতে পারেনি। ফলে বলিউডের ভিত যেন এই সময় অনেকখানি নড়ে গিয়েছে বলে মনে করছেন অনেকেই।

2020 সাল যেন অভিশপ্ত একটা বছর। একটিমাত্র রোগ সারা পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এর ভয় থেকে কেউই নিস্তার পাচ্ছে না। বলিউড ইন্ডাস্ট্রিও এর ব্যতিক্রম হয়নি। এই সমস্ত কারনেই বলা যেতে পারে 2020 বলিউডের জন্য সত্যিই সবচেয়ে খারাপ একটা বছর।

আর কি কি কারণে ২০২০কে বলিউডের সবচাইতে খারাপ বছর বলা যেতে পারে? তোমাদের মতামত জানাও কমেন্ট করে।

1 COMMENT