আমরা 2020 সালের প্রায় শেষ দিকে চলে এসেছি। নভেম্বর মাস প্রায় শেষ, বাকি আর একটি মাস। এই বছরকে মানুষ কীভাবে মনে রেখেছে, তা জানতে চাইলে সবাই এক বাক্যে বলবেন মহামারির কথা। করোনা নামের এই রোগটি গোটা পৃথিবীর মানুষকে আতঙ্কিত করে রেখেছে এখনও। বহু বিখ্যাত মানুষ পৃথিবী থেকে মুছে গিয়েছেন এই রোগের কবলে। তা ছাড়াও বয়স্ক মানুষেরা মনে করছেন এই বছরে যেন সারা পৃথিবীতে মড়ক লেগেছে। প্রত্যহ আসছে নিত্যনতুন মৃত্যুর খবর। করোনার থাবা পড়েনি এমন মানুষের জীবনের আলোও নিভে যাচ্ছে চিরতরে এই বছরে — জেনে নেব এই দেশের সেই সমস্ত তারাদের কথা, যাঁদের 2020 কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে।
2020 সালে চলে গিয়েছেন ভারতবর্ষের যেসব বিখ্যাত মানুষ
https://mumbaimirror.indiatimes.com/photos/entertainment/in-photos-notable-bollywood-celebrities-who-bid-us-goodbye-in-2020/photostory/77084924.cms?picid=78550707
সৌমিত্র চট্টোপাধ্যায়
সদ্য কয়েকদিন আগে মারা গিয়েছেন বাংলার প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র জগতে নিজের স্মরণীয় অবদান রেখে গিয়েছেন এই মানুষটি। কয়েক শতাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের ব্যতিক্রমী জায়গা তৈরি করে ফেলেছিলেন একাধারে অভিনেতা, কবি, নাট্যকার, প্রাবন্ধিক, প্ত্রিকা সম্পাদক। সত্যজিৎ রায়ের ফেলুদা সৌমিত্রকে বাঙালি মনে রাখবে আজীবন।
এস পি বালাসুব্রহ্মন্যম
জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা সঙ্গীতশিল্পী এস পি বালাসুব্রহ্মন্যম মারা গেলেন ৭৪ বছর বয়সে। দীর্ঘ সময় ধরে সারা ভারতবর্ষের মানুষকে ইনি মাতিয়ে রেখেছিলেন নিজের কণ্ঠের জাদুতে। আশ্চর্য প্রতিভাবান এই শিল্পী প্রায় ষোলটি ভাষায় গান গাইতে জানতেন। বলা হয় প্রায় চল্লিশ হাজার গান সারা জীবনে তিনি গেয়েছিলেন।
ঋষি কাপুর
ভারতীয় সিনেমার এক সময়ের হার্টথ্রব ঋষি কাপুর মারা গিয়েছেন এই বছরেই। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। ডেবিউ ফিল্ম ছিল বিখ্যাত ‘মেরা নাম জোকার’। নায়ক হিসেবে সাত ও আটের দশকে তামাম হিন্দুস্তান এবং তার পরবর্তী সময়ে চরিত্রাভিনেতা হিসেবেও মানুষের মন জয় করেছিলেন এই মানুষটি।
সরোজ খান
বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানের জীবনাবসান হয় 2020 সালেই। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বহু নামকরা সেলিব্রিটিকে নাচের কলাকৌশল শিখিয়েছেন এই প্রতিভাবান নৃত্যশিল্পী। অথচ ছোটবেলা থেকে প্যাশনের চেয়ে পেটের টানেই নাচকে রুটিরুজি করে ফেলেন সরোজ খান। তবে নিজের পরিশ্রমেই ইনি উঠে আসেন বলিউডের এক নম্বর কোরিওগ্রাফার হিসেবে। মাধুরি দীক্ষিত, শ্রীদেবী, ঐশ্বর্য রাই, জুহি চাওলা এঁদের বহু প্রশংসিত পারফরম্যান্সের পিছনে রয়েছে এই মানুষটির অবদানই।
সুশান্ত সিং রাজপুত
এই বছর যে প্রতিভার মৃত্যু গোটা ভারতবর্ষের বিনোদন জগতকে তথা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে, তা হল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। আত্মহনন বলে মনে হলেও সত্যি কীভাবে সাফল্যের চূড়ায় থাকা এই তরুনের মৃত্যু ঘটল তা এখনও অন্ধকারেই। মাত্র সাত-আটটা সিনেমায় অভিনয় করেই প্রতিভার সাক্ষর রেখে গেলেন সুশান্ত সিং রাজপুত।
রাহত ইন্দোরি
বিখ্যাত কবি ও লিরিসিস্ট রাহত ইন্দোরি এই বছর আগস্ট মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিখ্যাত এই কবি কয়েক দশক ধরে লিখেছেন চিরস্মরণীয় হয়ে থাকবার মতন কিছু কিছু লেখা। এছাড়াও বলিউডের নানান ফিল্মের বিখ্যাত কয়েকটি গান লিখেছেন এই মানুষটি।
ওয়াজিদ খান
বলিউডের বিখ্যাত মিউজিক কম্পোজার সাজিদ-ওয়াজিদ জুটি ভেঙ্গে যায় এই বছরেই। কম্পোজার এবং গায়ক ওয়াজিদ খান মারা যান 2020 সালে, মাত্র বিয়াল্লিশ বছর বয়সে। সাম্প্রতিক বহু বিখ্যাত গানের সুরারোপ করেছিলেন তিনি।
ইরফান খান
বলিউডের আরেক নক্ষত্রপতন হয় এই সালে ইরফান খানের মৃত্যুতে। অত্যন্ত প্রতিভাবান এই অভিনেতা এই বছর মারা যান ক্যান্সারে। গত প্রায় এক দশক সিনেমাপ্রেমী মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত এক নাম। বলিউডের খান-শাসনকালে তাঁর নাম আলাদাভাবে উল্লেখ করা হবে বারবার।
জগদীপ
বলিউডের বিখ্যাত চরিত্রাভিনেতা জগদীপ মারা যান এই বছরেই। কৌতুকাভিনেতা হিসেবে বহু বছর ধরে তাঁর অভিনয় বলিউডে প্রবলভাবে প্রশংসা পেয়ে এসেছে।
নিশিকান্ত কামাট
‘দৃশ্যম’, ‘মাদারি’ প্রভৃতি সফল সিনেমার পরিচালক ও শক্তিশালি অভিনেতা নিশিকান্ত কামাটেরও মৃত্যু হয়েছে এই বছরেই।
অনেকের মতে যেন মৃত্যুমিছিল চলেছে এই গোটা বছর জুড়ে। করোনা ছাড়াও নানান জনপ্রিয় মানুষ আচমকাই হারিয়ে গিয়েছেন না ফেরার দেশে। হয়তো সেই কারণেই এই বছর শেষ হবার দিন গুনছেন বহু মানুষ।
[…] 2020 ছিনিয়ে নিল যেসব ভারতীয় তারাদের! […]