Cricket Country

চশমা পরে ক্রিকেট খেলাটা অসুবিধে জনক মনে হতে পারে | কিন্তু এই চশমা পরে ক্রিকেট খেলে বিখ্যাত হয়েছে বেশ কিছু ক্রিকেটার | তার মধ্যে সব চেয়ে উল্লেখযোগ্য ১০ জনের কথা এখানে বলবো | এর মধ্যে ছয়  জন ব্যাটসম্যান আর চার জন বোলার |

চশমা পরে ক্রিকেট খেলাটা অসুবিধে জনক মনে হতে পারে | কিন্তু এই চশমা পরে ক্রিকেট খেলে বিখ্যাত হয়েছে বেশ কিছু ক্রিকেটার | তার মধ্যে সব চেয়ে উল্লেখযোগ্য ১০ জনের কথা এখানে বলবো | এর মধ্যে ছয়  জন ব্যাটসম্যান আর চার জন বোলার |

১. ক্লাইভ লয়েড

110321897 clivelloyd1979getty
bbc.com

চশমা পরা দৈত্যাকৃতি এই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার খেলার ছিলেন এক জন দুর্দান্ত ব্যাটসম্যান ও ফিল্ডার | এছাড়া তাঁর খেলোয়াড় জীবনের প্রথম দিকে তিনি মিডিয়াম পেস বল ও করতেন | ১৯৭৪ থেকে ১৯৮৫ অবধি ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক | তাঁর অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ দল  বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট দলের স্থান পেয়েছিল একনাগাড়ে দশ বছরে জন্যে | এছাড়া তাঁর ক্যাপ্টেন্সি তে ওয়েস্ট ইন্ডিজ দুবার ক্রিকেট বিশ্ব কাপ জয় করেছে | ১১০ টি টেস্ট খেলে ৭৫১৫ রান করেন ৪৬.৬৭ গড়ে | ওয়ান ডে তে করেন ১৯৭৭ রান ৮৭ ম্যাচ খেলে, ৩৯.৫৪ গড়ে | ১৯৭১ সালে তিনি উইসডেনের ‘ক্রিকেটার অফ দা ইয়ার’ সম্মান পান | ২০০৯ সালে তিনি আই.সি.সির ‘ক্রিকেট হল অফ ফেমে’ স্থান পান| ২০২০ সালে তাঁকে নাইট উপাধিতে সম্মানিত করা হয় |

২.জাহির আব্বাস

Rkvgug
Cricket Country

যাঁদের একটু বয়েস হয়েছে তাঁদের নিশ্চয় মনে আছে ১৯৮৩ সালে পাকিস্তানে ভারতীয় স্পিনার দের বিরুদ্ধে চশমা পরা  জাহির আব্বাসের ব্যাটিং তান্ডব | পর পর তিনটি টেস্টে তিনি সেঞ্চুরি করেন | শেষের টি ডাবল সেঞ্চুরি | জাহিরের ব্যাটিং এর সৌন্দর্য্যের জন্যে তাঁকে বলা হত ব্যাটিং শিল্পী | ৭৮ টি টেস্ট ও ৬২ টি ও ডি আই খেলে তাঁর রান ছিল ক্রমান্ন্যয়ে ৫০৬২ ও ২৫৭২ | টেস্টে ১২ টি সেঞ্চুরি করেন | ১৯৮১ ও ৮৪ সালে দুবার তিনি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব করেন | তিনি এশিয়ান ব্র্যাডম্যান বলেও খ্যাত ছিলেন| ২০১৫ সালে তিনি আই সি সির প্রেসিডেন্ট হন ও ২০২০ সালে তাঁকে আই সি সি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয় |

৩. বিরিন্দার সেহবাগ

01sld1
rediff.com

ভারতের ক্রিকেট ইতিহাসে এরকম বিদ্ধংসী ব্যাটসম্যান আর এসেছে কিনা বলা শক্ত | কি পেস কি স্পিন, বোলার দের মেরে তক্তা বানাতে তাঁর জুড়ি মেলা ভার | তিনি একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি দুটি ট্রিপল সেঞ্চুরি করেছেন | খেলোয়াড় জীবনের শেষের দিকে তিনি চশমা পরে খেলেছেন |  ১০৪ টি টেস্ট খেলে তিনি করেছেন ৮৫৮৬ রান, গড় ৪৯.৩৪ | ২৫১ টি  ওয়ান ডে তে রান করেছেন ৮২৭৩, ৩৫.০৫ গড়ে |

৪.অনিল কুম্বলে

Kumble Spectacles
Crictracker

বিখ্যাত এই লেগ স্পিনার প্রায় ১৮ বছর ধরে ছিলেন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ও আক্রমনাত্মক বোলার | খেলার প্রথম দিকে তিনি চশমা পরে খেলতেন | ১৩২ টি টেস্ট খেলে তিনি ৬১৯ টি উইকেট নেন যা ভারতীয় দের মধ্যে সবচেয়ে বেশি ও বিশ্বের মধ্যে তৃতীয় | বোলিং গড় ২৯.৬৪ | ২৭১ টি ওয়ানডে খেলে পেয়েছেন ৩৩৭ টি | এছাড়া তিনি টেস্টে একটি সেঞ্চুরি ও করেছেন |

 ৫. নরেন্দ্র হিরওয়ানি

indiatimes.com

চশমা পরা নরেন্দ্র হিরওয়ানিকে কজনের মনে আছে জানি না | কিন্তু অল্প দিন খেলেই তিনি খুব বিখ্যাত ওঠেন একসময় | এই লেগ স্পিন গুগলি বোলার তাঁর প্রথম টেস্টে খেলতে নেমে বাজিমাত করেন | ১৯৮৮ সালে ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাই তে  (তখন মাদ্রাস) খেলতে নেমে তিনি দু ইনিংস মিলিয়ে ১৩৬ রান এ ১৬ উইকেট নেন যেটা এখনো রেকর্ড হয়ে আছে | এর ফলে তখনকার অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে হেরে যায় | হিরওয়ানি ১৭ টি টেস্ট খেলে ৬৬ টি উইকেট নিয়েছেন |

৬. ড্যানিয়েল ভেত্তরি

skysports daniel vettori new zealand 4960875
sky sports

অধুনাকালে চশমা পরা ক্রিকেটার বলতে নিউজিল্যান্ডের ভেত্তরির কথা সহজেই মনে পড়ে | বাঁ হাতি এই স্পিন বোলার ব্যাটেও  পারদর্শী ছিলেন | তিনি ১১৩ টি টেস্টে ৩৬২ টি উইকেট ও ৪৫৩১ রান করেছেন| ২০০৭ থেকে ২০১১ অবধি তিনি নিউজিল্যান্ড এর অধিনায়ক ছিলেন |

৭. জিওফ বয়কট

espncricinfo

ইংল্যান্ড এর এই বিখ্যাতখেলোয়াড় তাঁর সময় শ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যান ছিলেন | তাঁর ডিফেন্সিভ ব্যাটিং অনেকের কাছে বিরক্তি কর হলেও তাঁকে আউট করা ছিল দুঃসাধ্য কাজ | খেলা জীবনের (১৯৬৪-১৯৮২) প্রথম দিকে তিনি চশমা ব্যবহার করতেন | ১০৮ টি টেস্টে ৪৭.৭২ গড়ে তিনি ৮১১৪ রান করেন |

৮. দিলীপ দোশি

78987369
Cricket Country

চশমা পরা আর এক বাঁ হাতি স্পিনার ছিলেন ভারতের তথা বাংলার দিলীপ দোশি | আশির দশকের গোড়ার দিকে ভারতের স্পিন বোলিং এর দ্বাযিত্ব তাঁর ঘাড়েই ছিল অনেকটা | ৩৩ টি টেস্ট এ ৩০.৭১ গড়ে তিনি ১১৪ টি উইকেট পেয়েছেন |

৯.অংশুমান গায়কোয়াড

20160606061053
Cricket Country

১৯৭৪ থেকে ১৯৮৪ অবধি খেলা এই চশমা পরিহিত ব্যাটসম্যান খুব দৃঢ়চেতা বলে পরিচিত ছিলেন । তিনি একটি ডাবল সেঞ্চুরি করেন | ৪০ টি টেস্টে তিনি ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান করেন| পরবর্তীকালে তিনি ভারতীয় দলের কোচ হয়েছিলেন |

১০.মাইক স্মিথ

024852
espncricinfo

ইংল্যান্ড এর এই চশমা পরা  ষাটের দশকের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ৫০ টি টেস্টে ২২৭৮ রান করেন | এর মধ্যে ২৫টি টেস্টে তিনি ছিলেন ইংল্যান্ড এর ক্যাপ্টেন|