Dinesh Das

গত ১২ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনে, ফেসবুক স্ক্রল করছিলাম সকালে। ঠিক সকালে বললে ভুল হবে, একটু দুপুর গড়িয়েছে তখন। একটা নোটিফিকেশন এলো ” Dinesh Das is live now “। ভাবলাম উনি বোধহয় স্বামীজির সম্মন্ধে কিছু বলতে লাইভ এ এসেছেন। কিন্তু ওনার বক্তব্য শুনে আমি বুঝলাম, স্বামীজির আদর্শের তিনি শুধু একজন শ্রোতাই নন, তিনি সেইসব আদর্শে যে নিজের জীবন পরিচালনাও করেন, তারই এক দৃষ্টান্ত দিচ্ছেন। রামকৃষ্ণ মিশনে তার দু বছরের ওপর যাতায়াত ছিলো।

যে পরিস্থিতি বা পরিবেশে বড় হয়েছেন তার একটি উদাহরণ রেখে প্রথমে উনি জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা সম্মন্ধে কিছু কথা বলেন। তারপর তিনি তার একটি তহবিলের কথা বলেন, তাতে অর্থের প্রাচুর্য্য না থাকলেও রয়েছে সাধারণ মানুষের কল্যাণ সাধনের প্রচেষ্টা। ১ লক্ষ টাকা তিনি প্রতিবছর ২০ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দিতে চান, যাতে তাদের পড়াশোনা কোনোভাবে অর্থের জন্য ক্ষতিগ্রস্ত না হয়ে পরে। তিনি তার এই সুপ্রচেস্টা শুধুমাত্র বনগাঁবাসীর উদ্দেশ্যেই চালাচ্ছেন না।

স্বামীজি

তিনি তার বক্তব্যে স্পষ্ট বলেছেন যে, ” যারা আমায় চেনে “, অতএব যাদের কাছ পর্যন্ত উনি পৌঁছতে পেরেছেন এতদিনে, সবাইকে সুযোগ দিচ্ছেন। তিনি বিস্তারিত পর্যবেক্ষণের পরই সেই ২০ জনকে বেছে নেবেন। ভিডিওর শেষ পর্যায়ে এসে তিনি আরো কিছু মানুষের সাহায্য প্রার্থনা করেছেন সহযোগিতার জন্য। তার বিনয় দেখে সত্যিই অবাক হতে হয়। এতো বড়ো একজন ব্যক্তিত্ব কিভাবে এত বিনীত নিবেদন রাখতে পারেন? সত্যিই তার শিক্ষাদীক্ষার যথেষ্ট পরিচয় পাওয়া গেছে সেই লাইভে।

তিনি স্পষ্ট করে দিয়েছেন, সর্বসাধারণের কল্যাণে তার এইসব উদ্যোগ কোনোদিন থামবেনা। আর যাতে কোনোদিন সেই পরিস্থিতি না আসে, তার জন্য তিনি আমার আপনার মতো সাধারণ মানুষের কাছে মাথা নত করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। তাই স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণা যে ওনার বক্তব্যের প্রতি পদক্ষেপে যে ফুটে উঠেছে, তাতে আমার একটুও সংশয় নেই, আর কারোর থাকার কথাও নয়।

The form link – https://forms.gle/jGbaVKBimB5wYYRy9