নিজস্ব সংবাদদাতা: হার্ট এ্যাটাকে আক্রান্ত হলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী । আজ দুপুর ১ টা নাগাদ তাকে উডল্যান্ড হসপিটালে ভর্তি করানো হয়েছে। ডাক্তারদের মতে এটি একটি কার্ডিয়াক অ্যারেস্ট। যদিও তাকে এখনো আইসিইউ এর তত্ত্বাবধানে রাখা হয়েছে।
খবর সূত্রে জানা যায় আজ সকাল থেকেই সৌরভ গাঙ্গুলী হার্ট নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন। সকাল বেলা তিনি জিমে গিয়েও ঠিকমতো জিম করতে পারেননি। ট্রেডমিলে হাঁটার সময়ে তার অস্বস্তি বাড়ে তাই সময় অতিবাহিত না করে দুপুর ১টা নাগাদ তাকে উডল্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপরই হাসপাতালের তরফ থেকে জানানো হয় তার হার্টে ব্লকেজ পাওয়া গেছে। যদিও অবস্থা এখন স্থিতিশীল । হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন, যে তিনি এখন সুস্থ কিন্তু ওনাকে এখনই বাড়ি ফেরার অনুমতি দেওয়া যাবে না, ওনাকে আমরা কিছুদিন অবজারভেশনে রাখতে চাই”। এছাড়াও কর্তৃপক্ষ বলেন, “ওনাকে অবজারভেশনে রাখার একমাত্র উদ্দেশ্য হল সৌরভ গাঙ্গুলীর পরিবারের হার্টের সমস্যা নিয়ে পুরনো সংযোগ রয়েছে এবং তার এই পুরনো সংযোগকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না।” এই কারনে হসপিটাল কর্তৃপক্ষ তার স্বাস্থ্য নিয়ে কোনরকম অবহেলা করতে নারাজ।
অন্যদিকে সৌরভ গাঙ্গুলীর হার্ট অ্যাটাকের খবর শুনে ভক্তকুল থেকে অনুগামীরা সবাই তার সুস্থ হবার শুভকামনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, বীরেন্দ্র শাহবাগ টুইটারে সৌরভ গাঙ্গুলীর সুস্থ হওয়ার শুভকামনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন ” এটি অত্যন্ত দুঃখজনক একটি খবর যে সৌরভ গাঙ্গুলী কার্ডিয়াক অ্যারেস্টে ভুগেছেন এবং হসপিটালে ভর্তি”। উনি আরো লেখেন, ” কামনা করি উনি যেন খুব শিগগিরই সুস্থ হয়ে উঠেন। আমার প্রার্থনা ও শুভকামনা সর্বদা তার এবং তার পরিবারের সঙ্গে রয়েছে।” এছাড়াও অন্যান্য খেলোয়াড়রা তার সুস্থ কামনা করেছেন।
[…] আরও পড়ুন: মহারাজের হার্ট এ্যাটাক! উডল্… […]