করোনা ভাইরাসের অতিমারী কালে এই দেশের প্রেক্ষিতে সোনু সুদ নামটা এখন জনপ্রিয়তার শীর্ষে। প্রায় বছর খানেক আগে চিনের উহান প্রদেশে প্রথম দেখা মিলেছিল করোনা ভাইরাসের। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্ব জুড়ে এই মারণ ভাইরাসের দাপট প্রাণ কেড়েছে বহু মানুষের। শুধু তাই নয়, মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দকেই এলোমেলো করে দিয়েছে করোনা ভাইরাস। কিন্তু এই কঠিন সময়ের মধ্যেও যে মানুষের ব্যক্তিগত স্বার্থের উর্দ্ধে বেঁচে আছে মানবিকতা, তারই অন্যতম নজির হয়ে উঠেছেন সোনু সুদ।

19 06 00 images
Great Andhra

করোনা কালে লকডাউন চলাকালীন এবং তার পরবর্তী সময়ে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গোটা দেশের আশীর্বাদ পেয়েছেন সোনু সুদ। বলিউড অভিনেতার চেয়েও একজন প্রকৃত মানবদরদী হিসেবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। পরোপকারের নজিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু তাঁর পরহিতব্রতে বিরাম আসে নি। বরং দিন দিন তাঁর সাহায্যের হাত যেন বড়ো হয়ে চলেছে আরও। আসুন একবার দেখে নেওয়া যাক মানবদরদী হিসেবে সোনু সুদের উত্থানের ইতিহাস।

19 07 08 images
The Week

মানবদরদী হিসেবে সোনু সুদের উত্থান:

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধের উদ্দেশ্যে
গত মার্চ মাস থেকে আচমকা ঘোষিত হয় লকডাউন। দেশ জুড়ে লকডাউনের ফলে সমস্ত থমকে গেলে বিপন্ন হন বহু মানুষ। কর্মসূত্রে যাঁরা ছিলেন ভিন রাজ্যে, তাঁদের ঘরে ফেরার উপায় বন্ধ হয়ে যায়। বেকারত্বও সজোরে ধাক্কা দেয় ভারতের অর্থনীতিতে। এমতাবস্থায় মানুষের অসহায় অবস্থার ছবি রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল সোনু সুদের।

19 06 13 images
Hindusthan times

মার্চ মাসে তিনি প্রথম নিজস্ব উদ্যোগে গরিবদের মাঝে কিছু খাবারের প্যাকেট বিলি করতে শুরু করেন। তাঁর সঙ্গী ছিলেন বাল্যবন্ধু নীতি গোয়েল। তারপর পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নেন তিনি। সম্পূর্ণ নিজস্ব গরজে লকডাউন কালে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বা ভিন রাজ্যে আটকে পড়া মানুষকে ঘরে ফিরিয়েছেন সোনু সুদ।

19 04 35 images
India.com

সোনু সুদের লকডাউন পরবর্তী উদ্যোগ:

লকডাউন কালে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের ত্রাতা হয়েছিলেন সোনু সুদ। কিন্তু লকডাউনের পরেও থামে নি তাঁর জনহিতকর কার্যাবলী। যেন মানবসেবার নেশায় মেতে উঠেছেন তিনি। সোশ্যাল মিডিয়া বিশেষত ট্যুইটারে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ নিজেদের বিভিন্ন সমস্যার কথা তাঁর কাছে জানান। নিজের উদ্যোগে সকলের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমস্যা দূর করে দেন তিনি। কারোর চিকিৎসার খরচ, কারোর পড়াশোনার খরচ সমস্তই বহন করেছেন তিনি।যেন স্বয়ং দেবদূত! এই প্রক্রিয়ায় বিরাম আসে নি আজও।

19 04 56 images
Hauterfly

সোনু সুদের স্কলারশিপ প্রোগ্রাম:

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজস্ব উদ্যোগে একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করেন সোনু সুদ। সারা দেশের দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রী, যাঁরা ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু অর্থের অভাবে স্বপ্ন সফল হয় না, তাদেরই জন্য সোনু সুদের এই নতুন স্কলারশিপ প্রোগ্রাম চালু হয়েছে।

19 04 27 images
News18

সোনু সুদের অর্থের উৎস:

দীর্ঘ সময় ধরে গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে যেভাবে সাহায্য করে চলেছেন সোনু সুদ, তাতে তাঁর অর্থের উৎস সম্পর্কে সন্দিহান হতে হয়। কিন্তু সেই রহস্যের জবাবও মিলেছে। জানা গেছে, গরিবের সেবা করার জন্য নিজের ৮টি সম্পত্তি বন্ধক রেখেছেন সোনু সুদ। গোটা দেশের মানুষের আশীর্বাদই তাঁর কাছে অর্থের চেয়ে অনেক বেশি কাম্য।

19 05 07 images
Hindusthan times