নিজস্ব সংবাদদাতাঃ করোনা কালে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গোটা দেশের আশীর্বাদ পেয়েছেন সোনু সুদ। কখনো অসুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, কখনো আবার গরীব ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। বলিউড অভিনেতার চেয়েও একজন প্রকৃত মানবদরদী হিসেবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। পরোপকারের নজিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু তাঁর পরহিতব্রতে বিরাম আসে নি। বরং দিন দিন তাঁর সাহায্যের হাত যেন বড়ো হয়ে চলেছে আরও।
এবার দক্ষিণ ভারতের রাস্তা দিয়ে ছুটবে গরীবদের জন্য অ্যাম্বুলেন্স। সোনু সুদের নামে ওই অ্যাম্বুলেন্স পরিষেবার নামকরণ করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি জনদরদী অভিনেতার এক ভক্ত দরিদ্র মানুষের সেবার উদ্দেশ্যে তাঁর নামে এই পরিষেবা চালু করেছেন। সূত্রের খবর, অভিনেতা স্বয়ং এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।
‘সোনু সুদ অ্যাম্বুলেন্স সার্ভিস’-এর তরফ থেকে অ্যাম্বুলেন্স চলবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাস্তায়। দরিদ্র অসুস্থ রোগী, যাঁরা অ্যাম্বুলেন্স পরিষেবার খরচ বহন করতে পারেন না, তাঁদের জন্যেই চালু করা হয়েছে বিনামূল্যে এই পরিষেবা।সোশ্যাল মিডিয়ায় এই নতুন উদ্যোগের কথা শেয়ার করেছেন অভিনেতা স্বয়ং।নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে সোনু সুদ লিখেছেন, “এটা আমাদের প্রথম পদক্ষেপ। এখনও অনেক মাইল যেতে হবে।”
জানা গেছে, শিবা নামের এক ব্যক্তি অ্যাম্বুলেন্স পরিষেবার নামকরণ করেছেন অভিনেতার নামে। তিনি হায়দ্রাবাদের বাসিন্দা। দক্ষ সাঁতারু হওয়ায় তিনি এর আগে বহু মানুষকেই জলে ডুবে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। ভক্তের এই কীর্তির জন্য নিজেকে কৃতজ্ঞ বলে দাবি করেছেন অভিনেতাও। সোনু সুদ অ্যাম্বুলেন্স পরিষেবাকে সাধুবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মুখ খুলেছেন। মিজোরামের রাজ্যপাল তথা কেরালার বিজেপি মন্ত্রী শ্রীধরণ পিল্লাই ট্যুইটারে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে সোনু সুদের জনপ্রিয়তা ক্রমশই হয়ে উঠছে আকাশছোঁয়া। এর আগে অভিনেতার আরেক ভক্ত রাস্তার ধারে নিজের খাবার স্টলের নাম দিয়েছিলেন অভিনেতার নামে। ‘সোনু সুদ ফাস্ট ফুড সেন্টার’ থেকে নিজে গিয়ে খাবারও খেয়ে এসেছেন সোনু সুদ।