জিতেন্দ্র মদনানী ওরফে জিৎ তার জয়জয় কার গোটা বাংলা চলচ্চিত্র জগতে। ২০০২ সালে টলিউডে পা রাখেন সাথী ছবির মাধ্যমে। সিনেমা জগতে এসেই তিনি ছক্কা হাকিয়েছে। একের পড় এক সিনেমা হিট। ফলে অন্যন্যদের মতো দ্বারে দ্বারে ঠোকর তাকে খেতে হয় নি। জীবনের প্রথমার্ধে তেলেগু সিনেমায় অসফলতার সম্মুখীন হলেও বাংলায় আসে তিনি প্রথমেই সকলের মন জয় করে নিয়েছেন। সিনেমা জগতে তার রান রেট হাফ সেঞ্চুরি । মোট ৫৭ টি সিনেমা রয়েছে তার ঝুলিতে। বর্তমানে টলিউডের প্রথম সারির নায়কের তালিকায় তার নামও প্রথমেই। তার ভক্তরা তাকে প্রায় দেবতা জ্ঞানে পুজো করে সেটা তার সিনেমা মুক্তির দিন প্রতিটি হলের বাইরে নজর দিলেই বোঝা যায়। তো চলুন জিতের সেরা দশ সিনেমার দিকে নজর দেওয়া যাক।
জিতের সেরা দশ সিনেমা
অসুর
সাথী
কৃষ্ণকান্তের উইল
সাত পাকে বাধা
দুই পৃথিবী
বাচ্চা শ্বশুর
শুভদৃষ্টি
শেষ থেকে শুরু
দ্যা রয়েল বেঙ্গল টাইগার
ওয়ান্টেড
এই দশটাতো ট্রেলার মাত্র। বাকী পিকচারটা তো রয়েই গেল। তো ট্রেলার আমরা দেখিয়ে দিলাম বাকি ৪৭ টা আপ্নারাই দেখে নিন। আর এই দশ সিনেমার মধ্যে আপনার জিতের কোন সিনেমাটা সবথেকে বেশী পছন্দের আমাদের জানান । আর কোন সিনেমাটা এখনও দেখ হয় নি সেটা জটপট দেখে ফেলুন। কথায় বলে এক সে বারকার এক সিনেমা তাই না দেখলে কিন্তু বিশাল বড় মিস।
[…] অর্থাৎ সোজা কথায় অবাস্তব । দুজনেই ক্যারিয়ারস্টিক তাই কে কাকে টেক্কা দিয়ে উপরে উঠবে তা […]